যাহারা সপ্তাহের প্রথম দিন পালন দ্বারা পশু ও তাহার প্রতিমূর্তির ভজনা করিতেছে তাহাদের হইতে পৃথক একদল লোককে দেখিবার নিমিত্ত যোহন আহুত হইয়াছিলেন। এই দিন পালনই পশুর ছাপ। -- TM 133 (1898). LDEBeng 159.1
পোপীয় শাব্বাথই পশুর ছাপ। --EV 234 (1899). LDEBeng 159.2
যখন পরীক্ষা আসিবে তখন পশুর ছাপ কী তাহা পরিস্কার রূপে দেখা যাইবে । ইহা রবিবার দিন পালন। -- 7BC 980 (1900). LDEBeng 159.3
ঈশ্বরের চিহ্ন বা মুদ্রাঙ্ক, সদাপ্রভূর সৃষ্টির স্বারক, সপ্তম দিন শাব্বাথ পালনের মধ্য দিয়া প্রকাশিত হয়। পশুর ছাপ ইহার বিপরীত ইহা সপ্তাহের প্রথম দিন পালন । --8T 117 (1904). LDEBeng 159.4
“সে ক্ষুদ্র ও মহান, ----সকলকেই দক্ষিণ হস্তে কিম্বা ললাটে ছাব ধারণ করায় (প্রকাশিত ১৩:১৬)। কেবল রবিবার হস্ত দ্বারা কার্য্য করিবে না তাহা নহে, চিন্তা-ভাবনায়ও রবিবারকে শাব্বাথ স্বীকার করিতে হইবে। --Special Testimony to Battle cruet Charch (Ph 86) 6, 7 (1897). LDEBeng 159.5