এখন পর্য্যন্ত কেহ পশুর ছাপ ধারণ করে নাই। --EV 234 (1899). LDEBeng 159.6
রবিবার পালন এখন পর্যন্ত পশুর ছাপ নহে, আদেশ জারী করিয়া মনুষ্যদের প্রতিমা শাব্বাথ পালন করানোর পূর্বে ইহা হইবে না। সময় আসিবে যখন ইহা একটি পরীক্ষা হইবে, কিন্তু সেই সময় এখনও আইসে নাই । --7BC 977 (1899). LDEBeng 159.7
ঈশ্বর মনুষ্যদের, তাঁহার ও তাহাদের মধ্যে আনুগত্যের পরীক্ষার চিহ্ন রূপে শাব্বাথ প্রদান করিয়াছেন। যাহারা তাহাদের নিকটে ঈশ্বরের ব্যবস্থার আলো আসিবার পরেও অবাধ্য এবং আমাদের সম্মুখের মহা সঙ্কটের সময় মনুষ্যের ব্যবস্থাকে ঈশ্বরের ব্যবস্থার উর্দ্ধে স্থান দেয়, তাহারা পশুর ছাপ প্রাপ্ত হয়। --EV235 (1900). LDEBeng 159.8
শাব্বাথ আনুগত্যের মহা পরীক্ষা হইবে, কারণ সত্যের এই বিষয়টিকে বিশেষভাবে অস্বীকার করা হয় । যখন অন্তিম পরীক্ষা মনুষ্যদের উপরে আসিয়া পড়িবে, তখন যাহারা ঈশ্বরের সেবা করিবে এবং যাহারা করিবে না, তাহাদের মধ্যে পার্থক্য সূচক রেখা অঙ্কিত হইবে। মিথ্যা শাব্বাথ পালন যখন চতুর্থ আজ্ঞার সম্পূর্ন বিপরীতে রাষ্ট্রের আইনের প্রতি আনুগত্য প্রকাশ করিবে, তখন তাহা ঈশ্বরের বিরুদ্ধ শক্তির প্রতি আনুগত্যের অবাধ ও প্রকাশ্য স্বীকৃতি, তখন ঈশ্বরের ব্যবস্থার প্রতি বাধ্যতা প্রদর্শন পূর্বক প্রকৃত শাব্বাথ পালন, সৃষ্টি কর্তার প্রতি আনুগত্যের প্রমাণ। যখন একটি শ্রেণী জাগতিক শক্তির নিকট আত্ম সমর্পণ দ্বারা পশুর ছাপ গ্রহণ করে, অন্য শ্রেণী ঐশ্বরিক ক্ষমতার প্রতি আনুগত্যের প্রতীক গ্রহণ করিয়া ঈশ্বরের মুদ্রাঙ্কন লাভ করে। --GC 605 (1911). LDEBeng 160.1