তাহারা আলো এবং চতুর্থ আজ্ঞার নৈতিক বাধ্যবাধকতা না দেখা পর্যন্ত কেহ অভিযুক্ত হইবে না। কিন্তু যখন নকল শাব্বাথ বলবৎ করিবার আদেশ জারী করা হইবে, এবং তৃতীয় দূতের উচ্চরব পশু ও তাহার প্রতিমুর্তির ভজনা করিবার বিরুদ্ধে লোকদিগকে সতর্ক করিবে, তখন সত্য এবং মিথ্যার মধ্যস্থলে রেখা স্পস্ট রূপে অঙ্কিত হইবে। তখনও যাহারা পাপ করিতে থাকিবে তাহারা পশুর ছাপ ধারণ করিবে। --Ev234, 235 (1899). LDEBeng 160.2
যখন আইন দ্বারা রবিবার পালন বলবৎ করা হইবে এবং পৃথিবী প্রকৃত শাব্বাথ পালনের নৈতিক বাধ্যবাধকতা সম্পর্কে আলোকিত হইবে, তখন যাহারা ঈশ্বরের আজ্ঞা লংঘন করিয়া একটি বিধান, যাহার ক্ষমতা রোমের উর্দ্ধে নহে, পালন করিতে যাইবে, তাহারা ইহা করিয়া পোপতন্ত্রকে ঈশ্বরের উর্দ্ধে স্থান প্রদান করে। সে রোমকে এবং যে ক্ষমতা রোমের আশীর্বাদ পুষ্ট প্রতিষ্ঠানকে বলবৎ করিতেছে তাহাকে শ্রদ্ধাঞ্জলী প্রদান করিতেছে। সে পশু ও তাহার প্রতিমূর্তিকে ভজনা করিতেছে। LDEBeng 160.3
ঈশ্বর তাঁহার ক্ষমতার চিহ্ন স্বরূপ যে বিধান ঘোষণা করিয়াছেন, মনুষ্য যখন তাহা অগ্রাহ্য করিয়া ইহার পরিবর্তে রোমের মনোনীত তাহার সার্বভৌমত্বের প্রতীককে সম্মান প্রদর্শন করে, ইহা দ্বারা তাহারা রোমের আনুগত্যের চিহ্ন “পশুর ছাপ” ধারণ করে। বিষয়টি লোকদের সম্মুখে যতদিন স্পষ্ট করিয়া ধরা না হইতেছে। এবং তাহাদিগকে ঈশ্বরের আজ্ঞা ও মনুষ্যদের আজ্ঞার মধ্যে বাছিয়া লইবার নিমিত্ত আহ্বান করা না হইতেছে, ততদিন যাহারা পাপ করিতেছে তাহারা “পশুর ছাপ” পাইবে না। --GC 449(1911). LDEBeng 160.4