অনুগ্রহ পূর্ণ, ধৈর্য্যশীলতাপূর্ণ, দয়াপরবশ, মঙ্গল ও সত্য হওয়াই ঈশ্বরের গৌরব । অনুগ্রহ প্রকাশ করা যেরূপ, পাপীকে শাস্তি প্রদান করিয়া ন্যায় বিচার প্রদর্শনও সদা প্রভূর গৌরব। - RH March 10, 1904. LDEBeng 170.3
মিশরের দেবতাগণের উপরে যেরূপ, পৃথিবীর দেবতাগণের উপরেও সদাপ্রভূ ইস্রায়েলের ঈশ্বর দণ্ডাজ্ঞা প্রদান করিবেন। অগ্নি এবং প্লাবণ, মহামারী ও ভূমিকম্প দ্বারা তিনি সমগ্র দেশ বিনষ্ট করিবেন। তখন তাঁহার উদ্ধারকৃতেরা তাঁহার নাম কীৰ্ত্তন করিবে এবং পৃথিবীতে তাঁহা মহিমান্বিত করিবে। যাহারা পৃথিবীর ইতিহাসের শেষ অংশে বসবাস বরিতেছে তাহারা কি ঈশ্বরের শিক্ষা মালা সম্পর্কে জ্ঞানবান হইবে না - 10MR240, 241 ( 1899 ). LDEBeng 170.4
যিনি আমাদের মধ্যস্থতা কারীরূপে দন্ডায়মান, যিনি সকল অনুতাপ পূর্ণ প্রার্থনা ও স্বীকারোক্তি সমূহ শ্রবণ করেন। যিনি তাঁহার মস্তকের চতুর্দিকে চক্রাকার অনুগ্রহ ও প্রেসে প্রতীক মেঘধনু দ্বারা প্রতিনিধিত্বকারী, তিনি] শীঘ্রই স্বর্গীয় ধর্মধামে তাঁহার কার্য্য বন্ধ করিবেন। অনুগ্রহ ও দয়া সিংহাসন হইতে নামিয়া আসিবে, এবং ন্যায় বিচার তাহাদের স্থান গ্রহণ করিবে। যাহার অপেক্ষায় তাঁহার লোকেরা চাহিয়াছিল, তিনি প্রধান বিচারের অধিকার গ্রহণ করিবেন। - RH Jan, 1, 1889. LDEBeng 170.5
সমগ্র বাইবেলে ঈশ্বরকে কেবল একজন মঙ্গল ও দয়াবান ব্যাক্তি রূপেই নহে, কিন্তু কঠোর ও পক্ষপাতহীন ন্যায় বিচারের ঈশ্বর রূপেও উপস্থাপন করে। - RH Jan.1, 1889. LDEBeng 170.6