শেষকালিন ঘটনাবলি
- Contents- পাঠকের প্রতি
-
-
- আমাদের প্রভুর বৃহ ভবিষ্যদ্বাণী
- আকাশমন্ডলে বা আকাশে চিহ্নাবলি
- পৃথিবীতে চিহ্নাবলি
- ভাক্ত ভাববাদী
- একজন ভাক্তভাববাদীর সহিত একটি অভিজ্ঞতা
- অতিভোজন এবং অমিতাচার
- সন্ত্রাসী কার্যকলাপ
- যুদ্ধ এবং বিপর্য্যয়
- প্রকান্ড অগ্নি গোলক
- ভূমিকম্প ও জলপ্লাবন
- অপরাধ, দূর্ভিক্ষ, মহামারী
- দুর্যোগে ঈশ্বরের উদ্দেশ্য
- আগামী ঘটনাবলী ঈশ্বরের হস্তে রহিয়াছে।
- পৃথিবীর বিষয়াদির নিমিত্ত স্বর্গের মনোযোগ
-
- শিষ্যেরা খ্রীষ্টকে তাহার প্রত্যাবর্তন সম্পর্কে জিজ্ঞাসা করে
- খ্রীষ্টের প্রত্যাবর্তনের সময় অজ্ঞাত
- আমাদের বার্তা সময় নির্ধারণ নহে
- সময় নির্ধারণ অবিশ্বাসে পরিচালিত করে
- ১৮৪৪ খ্রীষ্টাব্দের পরে কোন সময় নির্ধারক ভবিষ্যদ্বাণী নাই
- ঈলেন হোয়াইট তাহার সময়েই খ্রীষ্টের প্রত্যাবর্তন আশা করিয়াছিলেন
- বিলম্বের ব্যাখ্যা
- ঈশ্বরের প্রতিজ্ঞাসমূহ শর্ত পূর্ণ
- খ্রীষ্ট কি জন্য অপেক্ষা করিতেছেন
- ঈশ্বরের ধৈর্য্যশীলতার একটি সীমা
- পাপ প্রায় ইহার সীমা স্পর্শ করিয়াছে
- ঈশ্বরের মহাদিনকে আমাদের মনের সম্মুখে রাখিতে হইবে
- সময়ের সংক্ষিপ্ততা
-
- ঈশ্বরের লোকেরা তাঁহার আজ্ঞা সকল পালন করে
- তাহাদের নিকট যীশুর সাক্ষ্য রহিয়াছে
- তাহাদের “উল্লেখ যোগ্য” বাইবেল ভিত্তিক ধর্মীয়মতবাদ
- সেভেন্থ-ডে অ্যাডডেন্টিষ্টগণের স্বতন্ত্র কাৰ্য্য
- সেভেন্থ-ডে অ্যাডডেন্টিষ্ট মন্ডলী সংগঠিত হইবার কারণ সমূহ
- সংগঠন সর্বদাই প্রয়োজন হইবে।
- ঈশ্বরের মন্ডলীর বিশেষ ক্ষমতা
- একটি আধ্যাত্মিক দুর্বলতা ও অজ্ঞতার (অন্ধত্বের) সময়
- মন্ডলীর প্রধান কার্য্যালয়গুলিতে ক্ষমতার অপব্যবহার
- অভিজ্ঞ নেতৃবৃন্দ ঈশ্বরর পক্ষে কথা বলে না
- একটি নূতন সম্প্রদায়ের প্রয়োজন নাই
- ঈশ্বর সকলই সুবিন্যস্ত করিবেন
- দায়িত্ব বন্টন করিবার জোরালো সুপারিশ
- ১৯০১ খ্রীষ্টাব্দের জেনারেল কনফারেন্স অধিবেশন সাড়া প্রদান করে
- এসডিএ সংগঠনের উপর আস্থা পুনর্ব্যক্ত
- ডব্লিউ, সি, হোয়াইটের একটি বিবৃতি
- তখনও আধ্যাত্মিক পুনর্জাগরণ প্রয়োজন
- তাহার লোকদের প্রতি ঈশ্বরের ধৈর্য্য
- যাহারা তাহার প্রতি বিশ্বস্ত ঈশ্বর তাহাদের সহিত কার্য্য করেন
- প্রদত্ত জ্যোতি অনুযায়ী বিচারিত
- ইস্রায়েলের ইতিহাস আমাদের নিকট একটি সতর্কবাণী
- রণমুখী মন্ডলী ত্রুটিপূর্ণ
- বিজয়ী মন্ডলী বিশ্বস্ত এবং খ্রীষ্টের ন্যায় হইবে
-
- একটি দ্বিগুনিত জীবন
- খ্রীষ্টে দৃঢ় ভিত্তি
- পবিত্র আত্মা দ্বারা গঠিত
- বাইবেল পাঠের প্রয়োজনীয়তা
- শাস্ত্র মুখস্ত করিয়া রাখ
- প্রকাশিত বাক্য ১৪ অধ্যায় ঈশ্বরের লোকদের নিমিত্ত একটি নোঙ্গর
- ঈশ্বরের বাক্য বিশ্বাস করিবার নিমিত্ত মনকে সুশিক্ষিত করুন
- ভবিষ্য পরীক্ষা সমূহের নিমিত্ত প্রস্তুতি
- নৈতিক শক্তিসমূহকে নিয়ন্ত্রণ করুন
- হনোকের উদাহরণ
- ঈশ্বরের অতীত আর্শীবাদ সমূহ স্মরণ করুন
- গাম্ভীর্যপূর্ণ অনুচিন্তনের সময়
- বিচারদিন সম্পর্কীয় জীবন যাপন
- খ্রীষ্টের প্রত্যাবর্তনের নিমিত্ত প্রস্তুত
-
- সেবা ও আত্মোসর্গের আত্মা
- “আমি যে পর্য্যন্ত না আসি ব্যবসা কর।”
- প্রতিদিন যেন আমাদের শেষদিনের ন্যায় হয়
- বিবেকবুদ্ধি সম্পন্ন শাব্বাথ পালন
- চাঁদা ও দশমাংশে বিশ্বস্ততা
- মৃতপ্রায় সদয়তা জীবন্ত সদাশয়তার দুর্বল বিকল্প
- নূতন প্রতিষ্ঠান সমূহ স্থাপন করুন
- চিকিসা প্রচার কাৰ্য্য
- ঈশ্বরের লোকেরা তাহাদের স্বাস্থ্যের মূল্য দেয়
- আদি খাদ্যে প্রত্যাবর্তন
- উপবাস ও প্রার্থনা করিবার সময়
- ঈশ্বরের উপরে সম্পূর্ন আস্থা
- পারিবারিক উপাসনা
- জগতের সহিত মেলামেশায় সতর্ক থাকুন
- কোন চুক্তিতে আমাদিগকে আবদ্ধ করা
- যে বিনোদন খ্রীষ্ট অনুমোদন করেন
- উন্নতি সাধনকারী সঙ্গীত
- টেলিভিশন এবং থিয়েটার (নাট্যমঞ্চ)
- পোশাক এবং আভরণ (অলঙ্কার)
- প্রকাশনা সমূহের প্রয়োজন
- আমাদের কাগজে কোন তীক্ষ্ণ আক্রমন নহে
- পার্শ্বপ্রসঙ্গ (গৌণ বিষয়) হইতে সাবধান
- বৈষম্য নহে, একতা জোরদার করুন
- কিরূপে সমালোচকদের মোকাবেলা করিবেন
- ঈশ্বরের বাক্য উচ্চে তুলিয়া ধরুন
-
- ঐশ্বরিক আদর্শ
- শহর হইতে দূরে
- দূরবর্তী অবস্থান সমূহ হইতে শহরগুলিতে কার্য্য করিতে হইবে
- প্রাকৃতিক পরিবেশে উন্নতমানের আশীর্বাদ
- গ্রামে চরিত্র গঠন করা সহজতর
- গ্রামীণ পরিবেশে উত্তম শারীরিক স্বাস্থ্য
- নিজের খাদ্য দ্রব্য নিজেই উপন্ন করুন।
- প্রতিষ্ঠানগুলিকে “বৃহৎ নগরীর বাহিরে” স্থাপন করুন
- কুরাংবং, নিউ সাউথ ওয়েলস
- হান্সভিল, আলাবামা
- বেরিয়ান শ্রীং, মিসিগান
- ষ্টোনহ্যাম, ম্যাসাচুসেটস
- টকোমা পার্ক, ওয়াশিংটন ডি.সি.
- মেডিসন, টেনেসী
- মাউন্টেনভিউ, ক্যালিফোর্ণিয়া
- লোমা লিন্ডা, ক্যালিফোর্ণিয়া
- এ্যাংগুইন, ক্যালিফোর্ণিয়া
-
- আদি (সর্ব প্রথম) মহানগর নির্মাতারা
- নগর সমূহ দুষ্কর্ম্মের বীজতলা
- নগরী সমূহের দন্ডাজ্ঞা আসিতেছে
- ঈশ্বরের লোকদের
- বিপর্য্যয় প্রতিরোধক্ষম অট্টালিকাসমূহ ভষ্মে পরিণত হইবে
- নিউইয়র্ক শহর
- শিকাগো এবং লস এঞ্জেলস্
- সান ফ্রানসিসকো (সানফ্রান্সিসকো)
- সান ফ্রান্সিস্কো এবং ওকল্যান্ড
- অন্যান্য মন্দ নগর সমূহ
- শহরগুলিতে শ্রমিক ইউনিয়নসমূহ
- শ্রমিক ইউনিয়ন অ্যাডভেন্টিষ্টগণের নিমিত্ত সঙ্কটের একটি উৎস
- নগর সমহেূ অনেকে আলো ও সত্যের আকাঙ্খায় রহিয়াছে
- নগরসমূহে একাগ্র (ঐকান্তিক) প্রচেষ্টার প্রয়োজন রহিয়াছে
- সকলে এখনই শহরগুরি পরিত্যাগ করিতে পারে না
- শহরগুলিতে বহু স্কুল, গির্জাঘর এবং রেষ্টুরেন্ট (রেস্তোরা) আবশ্যক
- গ্রামে যাইবার হিড়িক সুপারিশ করা হয় নাই
- শহরগুলি ছাড়িয়া যাইবার সংকটে
- মৃত্যু পরোয়ানা জারী হইবার পরেও কিছু ধার্মিক তখনও শহরসমূহে
-
- ঈশ্বরের ক্ষমতার বিরুদ্ধে শয়তানের চ্যালেঞ্জ
- বিচার্য্য বিষয়ে শাব্বাথ-বিরাট প্রসঙ্গ
- ১৮৮০ দশকে রবিবার আইন আন্দোলন
- রবিবার-আইন সুপারিশকারীগণ বুঝিতে পারতেছেন না তাহারা কি করিতেছেন
- কিছু না করিয়া প্রশান্তিতে বসিয়া থাকিতে হইবে না
- রবিবার আইনকে লেখনী ও ভোট দ্বারা প্রতিবাদ করুন
- যুক্তরাষ্ট্র একটি রবিবার আইন পাস করিবে যখন
- রবিবার আইন সুপরিশকারীগণে ব্যবহৃত যুক্তি সমূহ
- প্রটেষ্টান্টবাদ ও ক্যাথলিকবাদ সম্মিলিতভাবে কার্য্য করিবে
- রবিবার আইন রোমকে সম্মানিত করে
- রোম তাহার হৃত আধিপত্য ফিরিয়া পাইবে
- একটি জাতীয় রবিবার আইনের অর্থ-জাতীয় স্বপক্ষত্যাগ
- জাতীয় স্বপক্ষত্যাগের পরেই জাতীয় ধ্বংস আসিবে।
- বিশ্বজনীন রবিবার আইন প্রণয়ন
- সমগ্র পৃথিবী রবিবার আইনের পৃষ্ঠ পোষকতা করিবে
- খ্রীষ্টিয়ান জগ বিরোধের কেন্দ্র হইবে
- প্রকাশ্য অবাধ্যতা (বিরুদ্ধাচারণ) দেখাইবে না
- রবিবার কার্য্য হইতে বিরত থাক
- রবিবার আধ্যাত্মিক কার্যকলাপে নিয়োজিত থাক
- বিরোধীতায় সত্যের শোভা স্পষ্ট হয়
- আমাদের মনুষ্যদের অপেক্ষা বরং ঈশ্বরের আদেশ পালন করিতে হইবে
-
- ৩৩ পৃষ্ঠায় [of Early Writings] ইহা লিখিত আছে :
- যুক্তরাষ্ট্রে ধর্মীয় স্বাধীনতার সমাপ্তি
- মন্ডলী এবং রাষ্ট্র ঈশ্বরের লোকদের বিরোধিতা করে
- কোর্টের (আদালতের) সম্মুখে
- অ্যাডভেন্টিষ্টগণকে অবজ্ঞার সহিত ব্যবহার করা হইবে
- নানা প্রকার নির্যাতন
- সকল প্রকার জাগতিক (পার্থিব) সমর্থন প্রত্যাহার করা হইবে
- কেহ কেহ তাহাদের বিশ্বাসের নিমিত্ত কারারুদ্ধ হইবে
- অনেককে হত্যা করা হইবে
- কিরূপে নির্যাতনের সময় দৃঢ় থাকা যায়
- নির্যাতন ঈশ্বরের লোকদিগকে ছিন্ন-বিচ্ছিন্ন করে
- সঙ্কট ঈশ্বরের হস্তক্ষেপকে বেশী লক্ষ্যযোগ্য করিয়া তুলে
- দুঃখ কষ্ট ঈশ্বরের লোকদিগকে বিশুদ্ধ করে
-
- খ্রীষ্টধর্মের আবরণে
- এমন কি অ্যাডডেন্টিষ্ট মন্ডলীতেও
- মিথ্যাবাদী আত্মাগণ শাস্ত্রবিরুদ্ধ মতবাদ প্রকাশ করে
- মিথ্যা পুনর্জাগরণ
- সঙ্গীতকে ফাঁদ স্বরূপ পাতা হইয়াছে
- মিথ্যা নানা ভাষায় কথা বলা
- দুষ্ট দূতগণ মনুষ্যরূপে প্রকাশিত
- মৃতদের বেশ ধারণ
- শয়তান যীশুর আকৃতি ধারণ করে
- শয়তান নিখুঁতভাবে খ্রীষ্টের সদৃশ্য হয়
- শয়তান সাধুগণের প্রার্থনার উত্তর দিবার ভান করে
- নকল কিরূপে আসল হইতে পৃথক
- আশ্চর্য্য কাৰ্য সকল সাধিত হইবে
- স্বর্গ হইতে অগ্নি
- শয়তান দেবত্ব প্রাপ্ত হইবে
- আশ্চর্য্য কাৰ্য্য কিছুই প্রমাণ করে না
- আশ্চর্য্য কাৰ্য সকল বাইবেলের স্থলাভিষিক্ত হইতে পারে না।
- প্রতারণাটি প্রায় বিশ্বজনীন
-
- মন্ডলীর সদস্যপদ পরিত্রাণের নিশ্চয়তা নহে
- গম হইতে তুষ পৃথকীকৃত
- তাড়না মন্ডলীকে পরিষ্কার করে
- অল্পজ্ঞ বিশ্বাসীগণ আনুষ্ঠানিকভাবে বিশ্বাস পরিত্যাগ করিবে
- সরল সাক্ষ্য ঝাঁকুনী সৃষ্টি করিবে
- অন্যায় সমালোচনা লোক ক্ষয় করে
- মিথ্যা মতবাদ অনেককে আকর্ষণ করিয়া লইয়া যাইবে
- সাক্ষ্য সমূহ প্রত্যাখানের ফলাফল পদস্খলন
- মন্ডলীর নেতৃবৃন্দের মধ্যে স্বপক্ষত্যাগ
- অপবিত্র পুরোহিতদিগকে বাছিয়া ফেলা হইবে
- মন্ডলীকে মনে হইবে পতনোন্মুখ
- ঈশ্বরের বিশ্বস্তগণ প্রকাশিত হইবে
- নবাগতেরা প্রস্থানকারীদের স্থান গ্রহণ করিবে
-
- আত্মার কার্য্য বৃষ্টির ন্যায়
- পঞ্চাশত্তমীর দিনে অগ্রিম বর্ষার ফলাফল
- শেষ বর্ষার প্রতিজ্ঞা
- শেষ বর্ষা উচ্চরব সৃষ্টি করিবে
- খ । স্বতন্ত্র খ্রীষ্টিয়ানের নিকট ব্যক্তিগত প্রয়োগ
- পবিত্র আত্মা অবতরণের নিমিত্ত আমরা একাগ্রভাবে প্রার্থনা করিব
- আমাদিগকে অবশ্যই প্রকৃত অনুতাপে আমাদের হৃদয় নত করিতে হইবে
- সংস্কার সাধনের সহিত পুনর্জাগরণ থাকা আবশ্যক
- আমাদিগকে অবশ্যই ঝগড়া-বিপদ পরিত্যাগ করিতে হইবে
- পরস্পর প্রেম কর
- সম্পূর্ণ সমর্পন আবশ্যক
- শেষ বর্ষার নিমিত্ত পথ পরিষ্কারকরণ
- খ্রীষ্টের সেবায় সক্রিয় কার্য্যকারী হও
- “পাত্র পরিষ্কার করিয়া পাত্রের মুখ উপরের দিকে রাখ”
- সকলেই শেষ বর্ষা প্রাপ্ত হইবে না
-
- সকল মন্ডলীতে ঈশ্বরের রত্নরাজী রহিয়াছে
- বাবিলের পতন এখনও সম্পূর্ন হয় নাই
- ঈশ্বরের শেষ সতর্কবাণী
- ঈশ্বরের শেষ বার্তার প্রাণ/হৃদয়
- বার্তাটি মহা পরাক্রমের সহিত প্রচারিত হইবে
- ১৮৪৪ খ্রীস্টাব্দের ন্যায় আন্দোলন
- পঞ্চাশত্তমীর দিনের ন্যায়
- ঈশ্বর বহু মাধ্যম নিয়োগ করিবেন যাহা আমাদিগকে আশ্চর্য্য করিবে
- কার্য্যকারীগণ পবিত্র আত্মা দ্বারা প্রশিক্ষিত হয়।
- ঈশ্বর এমন কি অশিক্ষিতদের ও (নিরক্ষরদের) ব্যবহার করেন
- শিশুগণ বার্তা ঘোষণা করে
- দূতগণের পরিচর্য্যা
- ঘোষণার বিশ্বব্যাপী বিস্তার
- রাজন্যবর্গ, বিধানমন্ডলীর সদস্যগণ, পরিষদ মন্ডলী বার্তা শ্রবণ করে
- অনেক অ্যাডভেন্টিষ্ট নিজেদিগকে আলোর বিরুদ্ধে করিবে দৃঢ়
- অধিকাংশ নন-অ্যাডডেন্টিষ্ট সতর্কবাণী প্রত্যাখ্যান করিবে
- বিস্তর লোক আহবানে সাড়া দিবে
- একদিনে সহস্ৰ সহস্ৰ মন পরিবর্তন
- সহৃদয় বিশিষ্টেরা বেশী দিন ইতস্তত করিবে না
- মুদ্রিত পৃষ্ঠার প্রভাব
-
- কেবল দুটি শ্রেণী
- পরিবারের সদস্যগণ পৃথকীকৃত
- আমরা যে আলো পাইয়াছি তদ্বারা বিচারিত হইব
- স্বেচ্ছা অন্ধত্বের নিমিত্ত অব্যহতি নাই
- বাস্তব হিতসংকল্পের প্রয়োজনীয়তা
- উদ্দেশ্য ক্রিয়াকলাপের চরিত্র প্রদান করে
- ঈশ্বরের মুদ্রাঙ্ক
- চরিত্রে খ্রীষ্টের ন্যায়
- এখন মূদ্রাঙ্কনের সময়ে
- পশুর ছাপ
- কখন পশুর ছাপ প্রাপ্ত হয়
- রবিবার পালন বলবৎ করনই পরীক্ষা
-
- কেহ জানেনা কখন পরিত্রাণের দ্বার রূদ্ধ হইবে
- পরিত্রানের দ্বার রুদ্ধ হইবার পূর্বে রবিবার আইন বলবৎ হইবে
- যখন মুদ্রাঙ্কন সমাপ্ত হইবে তখন পরিত্রাণের দ্বার রুদ্ধ হইবে
- অকস্মা, অপ্রত্যাশিত পরিত্রাণের দ্বার রুদ্ধ হইবে
- পরিত্রাণের দ্বার রুদ্ধ হইবার পরে মনুষ্যদের কার্য্যকলাপ
- অবিশ্বাস ও নিষিদ্ধ ভোগসুখ রত
- মনুষ্যেরা সম্পূর্ণ ভাবে ব্যবসায় মগ্ন থাকিবে
- ধর্মীয় নেতাগণ আশাবাদ পূর্ণ হইবে
- শয়তান অনুমান করে যে পরিত্রাণের দ্বার রুদ্ধ হইয়াছে
- বাক্যের নিমিত্ত একটি দুর্ভিক্ষ
- দুষ্ট দিগের নিমিত্ত আর কোন প্রার্থনা নহে
- চরিত্র বদল করা সম্ভব নহে
- আরও একটি অবেক্ষা / দুষ্টদিগের প্রত্যয় উৎপাদন করিতে পারিবে না
-
- ঈশ্বরের রোষের বাটি গুলি ঢালিয়া দেওয়া হইবে
- জাতিগণ যুদ্ধরত
- সমগ্র পৃথিবী ধ্বংসের সহিত জড়িত থাকিবে
- ঈশ্বর যেরূপ ন্যায় পরায়ণ সেরূপ করুণাময়
- ঈশ্বরের বিচারের নিশ্চয়তা
- ঈশ্বর যখন তাঁহার সংরক্ষণ ব্যবস্থা তুলিয়া ফেলেন তখন দন্ডাজ্ঞা সমূহ আইসে
- কখন কখন পবিত্র দূতগণ ধ্বংসাত্বক শক্তি ব্যবহার করেন
- প্রথম দুইটি আঘাত
- তৃতীয় আঘাত
- চতুর্থ আঘাত
- পঞ্চম আঘাত
- ঈশ্বরের ব্যবস্থা আকাশে প্রকাশিত
- পরাজিতগণ তাহাদের ভাক্ত মেষ পালকগণকে অভিশাপ দেয়
- ষষ্ঠ আঘাত
- ভাল এবং মন্দের মধ্যে শেষ মহাযুদ্ধ
- সমগ্র পৃথিবী যে কোন একদলে একত্রিত হইবে
- সপ্তম আঘাত
-
- পরিত্রাণের দ্বার রুদ্ধ হইবার পরে মহা সঙ্কটের সময় আরম্ভ হইবে
- ঈশ্বরের লোকেরা তাহাদের সম্মুখের পরীক্ষার সময়ের নিমিত্ত প্রস্তুত
- উপলব্ধির ক্ষমতার বাহিরে, এত ভয়াবহ
- সঙ্কটকালের পূর্বেই অনেককে কবরে শয়ান হইয়াছে
- শয়তানের লক্ষ্য : সকল শাব্বাথ পালনকারীকে ধ্বংস
- ঈশ্বরের লোকদের বিরূদ্ধে ব্যবহৃত যুক্তিসমূহ
- যাহারা রবিবারকে মান্য করিবে না তাহাদের সকলের নিমিত্ত মৃত্যু
- অহশ্বেরশ কর্তৃক জারিকৃত আদেশের ন্যায় মৃত্যুর আদেশ
- অবশিষ্টেরা ঈশ্বরকে তাহাদের প্রতিরক্ষার উপায় করিয়াছে
- ঈশ্বরের লোকেরা সকল শহর ছাড়িয়া পলায়ন করে; অনেকে কারারূদ্ধ
- বাড়ীঘর ও জমিজমা কোন কাজে আসিবেনা
- যাকোবের সঙ্কট কালের ন্যায়
- ধার্মিকগণের প্রকাশ করিবার মত কোন গুপ্ত পাপ নাই
- সাধুগণ তাহাদের জীবন হারাইবে না।
- ঈশ্বর যোগাইবেন
- মধ্যস্থতাকারীবিহীন, কিন্তু খ্রীষ্টের সহিত অবিরত যোগাযোগ
- ঈশ্বরের লোকেরা কোন পাপপূর্ণ বাসনা লালন করিবে না
- নিজের বিরূদ্ধে সংগ্রাম চলিতেছে
- ১,৪৪,০০০ জন (এক লক্ষ চুয়াল্লিশ সহস্র লোক )
- ঈশ্বরের লোকেরা মুক্ত
-
- সপ্তম আঘাত এবং বিশেষ পুনরুত্থান
- ঈশ্বর খ্রীষ্টের আগমনের সময় ঘোষণা করেন
- সর্বনাশগ্রন্তদিগের আতঙ্ক
- যীশু পরাক্রম ও প্রতাপের সহিত অবতরণ করেন
- যাহারা তাহাকে বিদ্ধ করিয়াছিল তাহাদের প্রতিক্রিয়া
- হে নিদ্রাগত ব্যক্তি, জাগ্রত হও
- গুহা এবং গহবর এবং অন্ধকার কারাগার হইতে
- পর্বতমালা এবং খনিসমূহ এবং মহাসাগরের গভীরতা হইতে
- দুষ্টেরা নিহত
- দুষ্টগণের ধ্বংস সাধন একটি দয়ার কার্য্য
- গৃহাভিমুখে
- দূতগণ গাহে, খ্রীষ্ট জয় করিয়াছে।
- সাধুগণকে মুকুট এবং বীণা দান
-
- প্রভুর নিকট হইতে একটি উপহার
- আমরা কেন আগামী পৃথিবীর বিষয় চিন্তা করিব
- খ্রীষ্টিয়ানের প্রেরণা/উদ্দেশ্য/ অভিপ্রায়
- একটি খাঁটি এবং বাস্তব স্থান
- অবর্ণণীয় গৌরব
- নদীনালা, পর্বতমালা এবং বৃক্ষরাজি
- ফুল, ফল এবং জীবজন্তু
- অনন্ত যৌবনের প্রাণশক্তি
- সুখ নিশ্চিত
- মুক্তি প্রাপ্তদিগের পরিচিতি সংরক্ষিত
- একটি লালিমা মন্ডিত গাত্রবর্ণ এবং একটি উজ্জ্বল পরিচ্ছদ
- স্বর্গে আমাদের পরিবারবর্গকে দেখিবার আনন্দ
- শিশু ও প্রতিবন্ধীগণের (জরবুদ্ধি) পরিত্রাণ
- বিশ্বস্ত মাতাগণের প্রতি শ্রদ্ধা
- আত্মালাভকারীগণের পুরস্কার
- আমাদের স্বাভাবিক প্রবণতা অপরিবর্তিত
- স্বর্গের শান্তিপূর্ণ এবং প্রীতিপূর্ণ আবহমণ্ডল
- প্রলোভন নাই এবং পাপ নাই
- পিতা এবং পুত্রের সহিত যোগাযোগ / আলাপ
- দূতগণ এবং সর্বযুগের বিশ্বস্তগণের সহিত সহভাগিতা
- অপতিত ব্যক্তি বর্গের নিকট সাক্ষ্য বহন
- সমৃদ্ধ সুরেলা সঙ্গীতে ঈশ্বরের প্রশংসা
- বিশ্বের সম্পদ অন্বেষণ
- পবিত্র ইতিহাস পুনরালোচিত
- জীবনের জটিল বিষয় সকলের ব্যাখ্যাদান
- প্রত্যেকটি উত্তম কার্য্যের বহিঃপ্রকাশ
- আমাদের আনন্দ বিরামহীন ভাবে বৃদ্ধি পাইবে
- নিখিল বিশ্ব ঘোষণা করে যে ঈশ্বর প্রেম