যিরীহোর বিরুদ্ধে ঈশ্বরের দন্ডাজ্ঞা সমূহ জাগ্রত হইয়াছিল। ইহা একটি দুর্গ ছিল। কিন্তু সদাপ্রভূর বাহিনীর সেনাপতি স্বয়ং স্বর্গ হইতে আসিয়া নগরী আক্রমনে স্বর্গীয় সেনাদলের নেতৃত্ব দিয়াছিলেন। ঈশ্বরের দূতগণ বিশাল প্রাচীর ধরিয়া ভূপাতিত করিয়াছিলেন । LDEBeng 172.4
ঈশ্বরের অধীনে দূতগণ সর্ব-শক্তিশালী। কোন একটি ঘটনায় খ্রীষ্টের আদেশে তাহার একরাত্রিতে একলক্ষ পঁচাশী সহস্র অশুরীয় সৈন্যকে বধ করিয়াছিলেন। -DA700(1898). LDEBeng 172.5
যে দূত রাজকীয় প্রাঙ্গণ হইতে আসিয়া পিওর কে উদ্ধার করিয়াছিলেন, তিনিই হেরদের নিকট রোষ ও দন্ডাজ্ঞার বার্তা লইয়া আসিয়াছিলেন। একদূত পিওরকে আঘাত করিয়া ঘুম হইতে জাগাইয়াছিলেন । একটি ভিন্ন আঘাত দ্বারা তিনি দুষ্ট রাজাকে আঘাত করিয়া অহঙ্কার চূর্ণ করিয়া তাহার উপর সর্বশক্তিমানের দন্ডাজা আরোপ করিয়াছিলেন। ঈশ্বরের শাস্তিমূলক দন্ডাজ্ঞায় হেরোদ শারীরিক ও মানসিক মহা যন্ত্রনায় মৃত্যু বরণ করে। -AA152(1911). LDEBeng 172.6
মাত্র একজন দূত মিশরীয়দের সকল প্রথম জাত সন্তান বিনষ্ট করিয়া দেশটি বিলাপে পূর্ণ করেন। দায়ুদ যখন লোক গণনা করিয়া ঈশ্বরের বিরুদ্ধাচরণ করেন, একজন দূত মারাত্মক ধ্বংস কার্য্য সাধন করেন যদ্বারা তাহার পাপে শাস্তি হয়। ঈশ্বরের আদেশে পবিত্র দূতগণ যে ধ্বংসাত্মক শক্তি ব্যবহার করেন, তিনি অনুমতি দিলে দুষ্ট দূতগণও সেই শক্তি ব্যবহার করিবে । শক্তি সমূহ প্রস্তুত, এবং সর্বত্র প্রলয় সৃষ্টি করিবার নিমিত্ত কেবল ঐশ্বরিক অনুমতির অপেক্ষায় রহিয়াছে; - GC 614 (1911). LDEBeng 172.7