খ্রীষ্ট যখন ধর্মধামের মধ্যস্ততা কার্য্য বন্ধ করিবেন, তখন যাহারা সেই পশু ও তাহার প্রতিমূর্তির ভজনা ও তাহার ছাপ (প্রকা ১৪:৯, ১০) ধারণ করিবে, তাহাদের বিরুদ্ধে যে অমিশ্রিতরূপে রোষ মদিরা প্রস্তুত করা হইয়াছিল, তাহা ঢালা হইবে । ঈশ্বর যখন ইস্রায়েলদিগকে উদ্ধারের প্রাক্কালে মিশরে যে আঘাত সমূহ করিয়াছিলেন, এই গুলিও একই প্রকৃতির আরও ভয়ানক ও বিশাল যাহা ঈশ্বরের লোকদের শেষ মুক্তির ঠিক পূর্বে, পৃথিবীর উপরে পতিত হইবে। এই সকল ভয়ানক শাস্তির বর্ণনা দিতে গিয়া, প্ৰকাশক বলিয়াছেন, “তাহাতে সেই পশুর ছাপ বিশিষ্ট ও তাহার প্রতিমার ভজনাকারী মনুষ্যদের পাত্রে ব্যথা জনক দুষ্ট ক্ষত জন্মিল।” সমুদ্র “মৃত লোকের রক্তের তুল্য হইল এবং সমস্ত জীবিত প্রাণী, সমুদ্রচর জীবগণ, মরিল “[প্রকা. 1. ১৬:২৩]। - GC 627, 628 ( 1911) LDEBeng 173.1
পৃথিবী নিবাসীগণের উপরে আঘাত সকল পতিত হইতেছিল। কেহ কেহ ঈশ্বর নিন্দা এবং তাহাকে অভিশাপ দিতেছিল। অন্যেরা ঈশ্বরের লোকদের নিকটে আসিয়া কিরূপে ঈশ্বরের দন্ডাজ্ঞা এড়ানো যায় তাহা শিক্ষা দিবার নিমিত্ত পীড়া পীড়ি করিতে লাগিল। কিন্তু তাহাদিগের নিমিত্ত সাধুগণের নিকট কিছুই ছিল না। পাপীগণের নিমিত্ত শেষ অশ্রু বিসর্জ্জিত হইয়াছে, শেষ যন্ত্রণাদায়ক প্রার্থনা উসর্গী কৃত হইয়াছে; শেষ ভার বহণ করা হইয়াছে; শেষ সতর্ক বাণী দত্ত হইয়াছে। -EW 281(1858). LDEBeng 173.2