পরবর্তী আঘাতকে “অগ্নি দ্বারা মনুষ্যদিগকে তাপিত করিবার ক্ষমতা --- দত্ত হইল। তখন মনুষ্যেরা মহা উত্তাপে তাপিত হইল “(প্রকা ১৬:৮,৯)। ভয়াবহ সময় ভাববাদীগণ এই রূপে পৃথিবীর অবস্থা বর্ণনা করিয়াছে, “ভূমি শোকান্বিত, কেননা শস্য বিনষ্ট হইয়াছে, --ক্ষেত্রের সমস্ত বৃক্ষ শুষ্ক হইয়াছে, বস্তুত মনুষ্য সন্তানদের মধ্যে আমোদ শুকাইয়া গিয়াছে।” বীজসকল আপন আপন ঢেলার নীচে পচিয়া যাইতেছে; গোলা সকল ধ্বংসিত, পশুগণ কেমন কোকাইতেছে। বৃক্ষ পাল ব্যাকুল হইতেছে, কেণনা তাহাদের চরানীস্থান নাই, ----জল প্রণালী সকল শুষ্ক হইয়াছে ও অগ্নি প্রান্তরস্থ চরাণী সকল গ্রাস করিয়াছে।” “সেইদিন প্রাসাদের গান সকল হাহাকার হইয়া যাইবে, ইহা প্রভূ সদাপ্রভূ বলেন; শব অনেক; লোক সকল স্থানে সেই সকল ফেলিয়া দিয়াছে। চুপ। (যোয়েল ১:১০-১২, ১৭-২০; আমোষ ৮:৩) LDEBeng 174.2
এই আঘাত সকল বিশ্বজনীন নহে, বা পৃথিবী নিবাসীগণ সম্পূর্ণরূপে বিচ্ছিন্ন হইবে না । তথাপি এই গুলি এরূপ চরম ভীতিকর যন্ত্রণাদায়ক শাস্তি যাহা মর্ত ইতিপূর্বে জানে নাই। —GC 628, 629 (1911). LDEBeng 174.3