দূত চারি আমি দেখিয়াছিলাম যে, ধর্মধামে যীশুর কার্য্য সম্পন্ন না হওয়া পর্যন্ত চারি বায়ু ধরিয়া রাখিবেন এবং তাহার পরে সপ্ত আঘাত পতিত হইবে। এই আঘাত সমূহ ধার্মিকদের প্রতি দুষ্ট দিগকে ক্রুদ্ধ করিয়া তুলিয়াছে; তাহারা মনে করিতেছে যে আমরা তাহাদের উপরে ঈশ্বরের দন্ডাজ্ঞা আনয়ন করিয়াছি এবং পৃথিবী হইতে আমাদিগকে বিতাড়িত করিতে পারিলেই আঘাত সকল ঠেকানে৷ যাইবে। সাধুগণকে হত্যা করিবার আদেশ ঘোষিত হইয়াছে, যাহা তাহাদিগকে মুক্তির নিমিত্ত দিবারাত্র ক্রন্দনের কারন হইয়াছে ।১পাপীর প্রতি প্রদত্ত শান্তির নিমিত্ত পাপীকেই পূর্ণ দায়িত্ব গ্রহণ করিতে হইবে। ঈলেন হোয়াইট বলেন,” ঈশ্বর কাহাকেও বিনষ্ট করেন না। পাপী তাহার নিজের অনুতাপ হীনতার নিমিত্ত ধ্বংস হয়।” -ST 120. The Great Controversy, PP. 25-37 দেখুন । —EW36, 37 (1851). LDEBeng 173.3
এবং” নদনদী ও জলের উনুই ----সকল রক্ত হইয়া গেল।” এই সকল দন্ডাজ্ঞা ভয়ানক হইলেও ঈশ্বরের বিচার সম্পূর্ণ ন্যায্য। ঈশ্বরের দূত ঘোষণা করেন, “হে সাধু ----তুমি ন্যায় পরায়ন, কারণ এরূপ বিচারাজ্ঞা করিয়াছে; কেননা উহারা পবিত্রগণের ও ভাববাদীদের রক্তপাত করিয়াছিল; আর তুমি উহাদিগকে পানার্থে রক্ত দিয়াছ; তাহারা ইহার যোগ্য (প্রকা ১৬:২-৬)। ঈশ্বরের লোকদিগকে মৃত্যু দন্ড দিয়া তাহারা যথার্থই তাহাদের রক্তের এরূপ অপরাধ অর্জন করিয়াছে যেন তাহারা নিজ হস্তে রক্ত ঝরাইয়াছে । -GC 628 ( 1911 ) LDEBeng 174.1