শর্তহীন সুস্থতার নিমিত্ত যাজ্ঞা করা সর্বদা নিরাপদ নহে। --- যাহাদের নিমিত্ত প্রার্থনা করা হইতেছে তাহারা জীবিত থাকিলে তাহাদের উপরে যে যাতনা ও পরীক্ষা আসিবে, তাহা তাহারা সহ্য করিতে পারিবে কি না তাহা তিনিই জানেন। তিনি শুরু হইতে শেষ জানেন। আমাদের পৃথিবীর উপরে আগত সঙ্কট কালে এই অগ্নিপরীক্ষার মধ্য দিয়া যাইবার পূর্বেই অনেককে কবরে শয়ান হইবে। —CH 375 (1897). LDEBeng 180.4
আমাকে অনেকবার প্রভু নির্দেশ দিয়াছে যে সঙ্কটকালের পূর্বে অনেক শিশু কবর প্রাপ্ত হইবে। আমরা আমাদের সন্তানদের আবার দেখিতে পাইব স্বৰ্গীয় প্রাঙ্গণে আমরা তাহাদের সহিত মিলিত হইব এবং চিনিতে পারিব। 2 Sm 259 (1899). LDEBeng 180.5