মহাপ্রতারক বলেঃ------ -“এই শাব্বাথপালনকারী দলকে নিরব করা আমাদের প্রধান গুরুত্বপূর্ণ বিষয়। --- --যাহারা আমাদের ক্ষমতার নিকটে নতি স্বীকার করিবে না। তাহাদের নিশ্চিহ্ন করিতে আমরা আইন প্রণয়ন করিবে।” — TM 472, 473 (1884). LDEBeng 180.6
পৃথিবীতে যাহাতে তাহার কর্তৃত্ব বিতর্কিত না হয় এই কারণে তাহাদিগকে পৃথিবী হইতে মুছিয়া ফেলিতে হইবে। — TM 37 (1893). LDEBeng 180.7
অবশিষ্ট মন্ডলীকে মহা পরীক্ষা ও দুর্দশার মধ্যে আণয়ন করা হইবে। যাহারা ঈশ্বরের আজ্ঞা ও যীশুর বিশ্বাস পালন করে তাহারা শয়তান ও তাহার বাহিনীর রোষানল উপলব্ধি করিবে । শয়তান পৃথিবীকে তাহার প্রজারূপে গণ্য করে। সে ভ্রষ্ট মন্ডলীগুলির নিয়ন্ত্রণ লাভ করিয়াছে; কিন্তু এই স্থানে ক্ষুদ্র একটি দল তাহারা সার্বভৌমত্য প্রতিরোধ করিতেছে। সে যদি ইহাদিগকে পৃথিবী হইতে মুছিয়া ফেলিতে পারে; তাহা হইলে তাহার বিজয় সম্পূর্ণ হয়। সে যেরূপ ইস্রায়েলদিগকে ধ্বংস করিতে পরজাতীয়গণকে প্রভাবিত করিয়াছিল তদ্রুপ সে পৃথিবীর মন্দ শক্তিসমূহকে উস্কাইয়া দিয়া ঈশ্বরের লোকদিগকে ধ্বংস করিবে। - 9T231 (1909). LDEBeng 181.1