“মনুষ্যপুত্র পরিচর্য্যা পাইতে আইসেন নাই, কিন্তু পরিচর্য্যা করিতে আসিয়াছেন ” [মথি ২০:২৪] খ্রীষ্টে নিম্নস্থ কার্য্যই তাঁহার উপরীস্থ কার্য্য এবং এই জগতে তাঁহার সহিত কার্য্য করিবার পুরস্কার হইবে, ভাবী পৃথিবীতে তাঁহার সহিত কার্য্য করিবার অধিক শক্তি এবং ব্যাপক সুযোগ । তোমরাই আমার সাক্ষী, ইহা সদাপ্রভু কহেন, আর আমিই ঈশ্বর” [যিশা ৪৩:১২]। ইহা ছাড়াও আমরা অনন্তকাল বাস করিব। LDEBeng 211.2
কিসের নিমিত্ত মহা সংঘর্ষকে যুগযুগ ব্যাপী চলিতে দেওয়া হইয়াছে। তাহার বিদ্রোহের আরম্ভেই কেন শয়তানের অস্তিত্ব সংক্ষিপ্ত করা হইল না? যে বিশ্ব মন্দের সহিত ঈশ্বরের আচরণে তাঁহার ন্যায় বিচার বুঝিতে পারে; যে পাপ চির অভিশপ্ত হইতে পারে। পরিত্রাণ পরিকল্পনায় উচ্চস্থান ও গভীর স্থান রহিয়াছে যাহা অনন্তকালই কখনও নিঃশেষ করিতে পারিবেনা, যাহার বিস্ময় সমূহ দূতগণ দেখিতে আকাঙ্খিত ৷ সমস্ত সৃষ্ট প্রাণীদের মধ্যে কেবল মুক্তি প্রাপ্তগণ সঞ্চিত অভিজ্ঞতা হইতে পাপের সহিত বাস্তব সংঘর্ষের বিষয় জানিতে পারে, তাহারা খ্রীষ্টের সহিত কার্য্য করিয়াছে এবং দূত যাহা করিতে পারে নাই, তাহারা তাঁহার যাতনার সহভাগিতায় প্রবেশ করিয়াছে; অপতিতগণের নিকট মূল্যবান পরিত্রাণ বিজ্ঞানের কিছুই কী দিবার থাকিবে না? — Ed 308(1903). LDEBeng 211.3