মুক্তিপ্রাপ্ত জনতা এক পৃথিবী হইতে অন্য পৃথিবীতে অবাধে বিচরণ করিবে, তাহাদের অধিকাংশ সময় পরিত্রাণ রহস্য অন্বেষণে ব্যয়িত হইবে — 7BC 990 (1886). LDEBeng 212.6
মুক্তিপ্রাপ্তগণের হৃদয় মন এবং জিহবা অনন্তকাল ব্যাপী পরিত্রাণের মূলচিন্তায় নিয়োজিত থাকিবে খ্রীষ্ট শিষ্যগণের নিকটে যে সত্য প্রকাশ করিতে আগ্রাহান্বিত ছিলেন, তাহা ধারণ করিবার মত বিশ্বাস তাহাদের ছিলনা তাহা তাহারা (মুক্তিপ্রাপ্ত গণ) বুঝিতে পারিবে। অনন্ত অনন্তকাল ব্যাপী খ্রীষ্টের মহিমা ও সিদ্ধতার নূতনরূপ প্রকাশিত হইবে। অনন্ত কাল ব্যাপী গৃহকর্তা তাহার সম্পদ হইতে নূতন এবং পুরাতন বস্তু সকল বাহির করিবেন। —COL 134 (1900). LDEBeng 213.1
অত:পর তাহার সম্মুখে যুগের আরম্ভে পূর্বে জাত মহা সংঘর্ষের গতিপথ উন্মোচিত হইবে, এবং যুগের শেষেই কেবল তাহার সমাপ্তি হইবে। পাপের উৎপত্তির ইতিহাস, মারাত্বক মিথ্যাচার এবং ইহার অন্তিম কার্য্যাবলি, সত্য যাহা নিজস্ব সরল হইতে অবিচলিত থাকিয়া মন্দের মুখামুখী ও পরাজিতকরণ সকলই প্রকাশ করা হইবে। দৃশ্য এবং অদৃশ্য জগতের মধ্যে যে পর্দা বাধা সৃষ্টি করিতেছে তাহা অপসারিত হইবে এবং বিস্ময়কর বস্তু সকল প্রকাশিত হইবে —Ed 304 (1903). LDEBeng 213.2
যদিও পৃথিবীর শোক ব্যথা ও প্রলোভন শেষ হইয়াছে কারণ দূরীভূত হইয়াছে, তথাপি ঈশ্বরের লোকদের পরিত্রাণের মূল্য কী তাহার স্বচ্ছ ও বিচক্ষণ জ্ঞান থাকিবে।-- LDEBeng 213.3
আমাদের ত্রাণকর্তা চিরকাল তাঁহার ক্রুশারোপণের চিহ্ন ধারণ করিয়া থাকিবেন। তাঁহার ক্ষত শির, তাঁহার কুক্ষিদেশ, তাঁহার হস্ত এবং পদদ্বয়েই কেবল পাপের কৃত নিষ্ঠুর কর্মের চিহ্ন বিদ্যমান থাকিবে — GC651, 674 (1911). LDEBeng 213.4