জীবনের অভিজ্ঞতার জটিল বিষয় সকল প্রাঞ্জল করা হইবে। যাহা আমাদের নিকট বিশৃঙ্খলা এবং হতাশা,উদ্দেশ্য ভঙ্গ এবং ব্যর্থ পরিকল্পনা বলিয়া মনে হইয়াছে, তাহা একটি মহ পরাক্রান্ত ও বিজয়ীরূপে দেখা থাকিবে। — Ed 305 (1903). LDEBeng 213.5
ঈশ্বরের সিংহাসন হইতে প্রবাহিত জীবন নদীর তীর দিয়া যীশু আমাদিগকে পরিচালিত করিবেন ও আমাদের চরিত্র বিশুদ্ধ করিবার নিমিত্ত এই পৃথিবীতে যে সকল কৃষ্ণমিতব্যায়িতার মধ্যদিয়া যাইতে হইয়াছে তাহা ব্যাখ্যা করিবেন। —8T254 (1904). LDEBeng 213.6
ঈশ্বরের বিধানানুযায়ী যাহা কিছু আমাদিগকে জটিলতার মধ্যে ফেলিয়াছে ভাবী পৃথিবীতে তাহা বোধগম্য হইবে। যাহা কিছু দুর্বোধ্য তাহার ব্যাখ্যা পাওয়া যাইবে। অনুগ্রহের রহস্য আমাদের সম্মুখে উম্মোচিত হইবে। আমাদের সীমিত মন যেখানে কেবল বিশৃঙ্খলা ও প্রতিজ্ঞা ভঙ্গ আবিষ্কার করে সেখানে আমরা অতিশয় নিখুঁত ও সুন্দর ঐক্যতান দেখিতে পাইব। আমরা জানিতে পারিব যে অসীম প্রেম যে অভিজ্ঞতা বিন্যাস করিয়াছেন তাহা অতিশয় পীড়া দায়ক মনে হইতে পারে । যিনি আমাদের নিমিত্ত সকলই মঙ্গলার্থে একসঙ্গে সাধন করেন আমরা যখন তাহার কোমল যত্নের বিষয় বুঝিতে পারিব, তখন আমরা অব্যক্ত আনন্দ এবং গৌরব পূর্ণ উল্লাস প্রকাশ করিব। —9T 286 (1909). LDEBeng 213.7