ধর্ম্মধামের তুলাদন্ডে সেভেন্থ-ডে অ্যাডভেন্টিষ্ট মন্ডলীকে ওজন করিতে হইবে । তাহাদের প্রাপ্ত সুযোগ এবং সুবিধার উপরে সে বিচারও হইবে। খ্রীষ্ট যে অপরিমেয় মূল্যে তাহাকে সুবিধা প্রদান করিয়াছেন তাহার সহিত যদি তাহার আধ্যাত্মিক অভিজ্ঞতা সঙ্গতিপূর্ণ না হয়, যদি যে আশীর্বাদে তাহাকে আশীর্বাদযুক্ত করা হইয়াছে, তাহা তাহাকে আস্থার সহিত প্রদত্ত কার্য্যের নিমিত্ত যোগ না করে তবে তাহার উপরে এই দন্ডাজ্ঞা ঘোষণা করা হইবেঃ “লঘুরূপে নির্ণীত।” যে জ্যোতি প্রদত্ত হইয়াছে, যে সুযোগ দেওয়া হইয়াছে; তদ্দারাই সে বিচারিত হইবে ।........ LDEBeng 45.1
অতিপ্রিয় সেবা সুবিধাগুলির ১০বৃহ এবং সমগ্র পৃথিবী পরিচিত সেভেন্থ-ডে অ্যাডডেন্টিষ্ট প্রতিষ্ঠান, দি ব্যাটল ক্রীক স্যানিটারিয়াম, ফেব্রুয়ারী ২৮, ১৯০২ খ্রীষ্টাব্দে পুড়িয়া ধ্বংস হয় ইহার পরে ডিসেম্বর ৩০, ১৯০২ খ্রীষ্টাব্দে রিভিউ এ্যান্ড হেরাল্ড পাবলিশিং হাউস পুড়িয়া ধ্বংস প্রাপ্ত হয় । ধ্বংস কার্য্য হইতে যে সতর্কীকরণের উপদেশ সুস্পষ্টভাবে দেখান হইয়াছে; তাহা আমাদিগকে বলেঃ “অতএব স্মরণ কর, কোথা হইতে পতিত হইয়াছে এবং মন ফিরাও ও প্রথম কর্ম সকল কর” (প্রকা ২:৫) ।..... LDEBeng 45.2
মন্ডলী, যাহা নিজের পদস্খলন দ্বারা বর্তমানে প্রভাবিত হইয়াছে, যদি মন পরিবর্তন না করে ও না ফিরে, তবে সে তাহার কর্ম ফল ভোজন করিবে যতদিন না সে নিজেকে ঘৃণা করিতে থাকে। যখন সে মন্দাত্মাকে প্রতিরোধ করিবে এবং উত্তমতা মনোয়ন করিবে, যখন সে সর্বনম্রতায় ঈশ্বরের অন্বেষণ করিবে এবং খ্রীষ্টে উচ্চ আহ্বানের পর্যায়ে পৌছে অনন্ত সত্যের মঞ্চে দাঁড়াইবে, বিশ্বাসে তাহার নিমিত্ত প্রস্তুত সিদ্ধতা গ্রহণ করিবে, সে সুস্থ হইবে। সে তাহার ঈশ্বর দত্ত সরলতা এবং বিশুদ্ধতায়, জাগতিক জটিলতামুক্ত অবস্থায় প্রকাশিত হইয়া দেখাইবে যে সত্য নিশ্চয়ই তাহাকে স্বাধীন করিয়াছে। তাহার সদস্যগণ নিশ্চয়ই ঈশ্বরের মনোনীত এবং তাঁহার প্রতিনিধি হইবে। 8T 247-251 (April 21, 1903). LDEBeng 45.3