প্রভুযীশুর সেবা করিবার নিমিত্ত সর্বদা তাহার একদল মনোনীত লোক থাকিবে। যিহূদীরা যখন জীবনে আদিকর্তা, খ্রীষ্টকে প্রত্যাখান করিল, তখন তিনি ঈশ্বরের রাজ্য তাহাদের নিকট হইতে লইয়া পরজাতীগণকে প্রদান করিলেন। ঈশ্বর তাহার কার্য্যের প্রত্যেকটি শাখা এই নীতি অবলম্বন করিয়া কার্য্য করিবেন। LDEBeng 44.3
যখন কোন মন্ডলী ঈশ্বরের বাক্যের প্রতি অবিশ্বস্ত প্রমাণিত হয়, তাহাদের স্তর যাহাই হউকনা কেন, তাহাদের আহ্বান যতই উচ্চ এবং পবিত্র হউকনা কেন, প্রভু তাহাদের সহিত কার্য্য করিতে পারেন না। গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করিতে অন্যের মনোনীত হয়। কিন্তু ইহারা যদি ইহার পরিবর্তে তাদের প্রতিটি ভুল কাৰ্য্য হইতে নিজেদের জীবন পরিষ্কার না করে, তাহারা যদি তাহাদের সীমানার ঘাঁটি ও পবিত্র নীতিমালা স্থাপন না করে, তাহা হইলে প্রভু তাহাদিগকে দুঃখের সহিত ক্লেশের মধ্যে ফেলিবেন ও নত করিবেন এবং তাহারা যদি মনপরিবর্তন না করে তাহা হইলে তাহাদিগকে স্থানচ্যুত করিবেন এবং অপমানজনক অবস্থার মধ্যে ফেলিবেন । - 14 MR 102 (1903). LDEBeng 44.4