আমাদের স্বর্গস্থ পিতা শাব্বাথ পালনের মাধ্যমে মনুষ্যদের মধ্যে তাঁহার নিজ সম্পর্কিত জ্ঞান সংরক্ষণ করিতে চাহেন । তিনি চাহেন যে শাব্বাথ তাঁহার প্রতি আমাদের মনকে একজন সত্য ও জীবন্ত ঈশ্বর রূপে পরিচালিত করিবে এবং তাঁহাকে জানার মাধ্যমে আমরা যেন জীবন ও শান্তি লাভ করিতে পারি। - 6T 349 (1900) LDEBeng 56.7
সপ্তাহ যাব আমাদিগকে শাব্বাথ মনে রাখিয়া আজ্ঞা অনুযায়ী প্রস্তুত হইতে হইবে। আমাদিগকে কেবল বিধিমতে শাব্বাথ পালন করিতে হইবে না আমাদের জীবনের প্রতিটি লেন-দেনে ইহার আধ্যাত্মিক গুরুত্ব বুঝিতে হইবে। LDEBeng 57.1
এইরূপে যখন শাব্বাথকে স্মরণ করা হইবে তখন পার্থিব বিষয় গুলিকে আধ্যাত্মিক বিষয় গুলির সীমা লংঘন করিতে দেওয়া হইবে না। ছয়টি কার্য্যদিবসের কোন কৰ্ত্তব্য কর্ম শাবাথের নিমিত্ত ফেলিয়া রাখা হইবে না । 5T488 (1889) LDEBeng 57.2
জীবনের সকল চাহিদা পূরণ করিতে হইবে, অসুস্থ দিগের সেবা করিতে হইবে, অভাবীদের অভাব মিটাইতে হইবে। যে কেহ শাব্বাথে আর্তের সেবা করিতে অবহেলা করিবে তাহাকে নির্দোষ গণ্য করা যাইবে না। ঈশ্বরের পবিত্র বিশ্রাম দিন মনুষ্যের নিমিত্ত করা হইয়াছে এবং দয়ার কার্য্য ইহার উদ্দেশ্যের সহিত সামঞ্জস্যপূর্ণ শাব্বার্থদিনে বা যে কোন দিনে দূর করা সম্ভব এমন এক ঘন্টার কষ্ট ও তাঁহার সৃষ্ট প্রাণী ভোগ করুক ঈশ্বর তাহা চাহেন না । DA207(1898) . LDEBeng 57.3