দশমাংশ পবিত্র। ঈশ্বর ইহা নিজের জন্য সংরক্ষিত করিয়াছেন। ইহা সুসমাচার প্রচারকদের কার্য্য চালু রাখিবার নিমিত্ত তাঁহার ভান্ডারে আনিতে হইবে। মালাখি তৃতীয় অধ্যায়ে ঈশ্বর দশমাংশ সম্পর্কে কি বলেন তাহা যত্ন সহকারে পাঠ করুন। - 9T249 (1909) LDEBeng 57.4
শাব্বাথ কে যেরূপ দশমাংশ কে তদ্রুপ নূতন নিয়মে পূন:আইনে পরিণত করা হয় নাই, কারণ উভয়ের বৈধতা গ্রহণ এবং তাহাদের গভীর আধ্যাত্মিক গুরুত্ব ব্যাখ্যা করা হইয়াছিল — 1-CS66 (1882). LDEBeng 57.5
ঈশ্বর সর্বস্থানের সেভেন্থ-ডে এ্যাভোন্টষ্টগণের নিকট এই আহবান জানাইয়াছেন, যেন তাহারা তাঁহার নিকট তাহাদিগকে উৎসর্গ করে এবং যথাসাধ্য চেষ্টা করে, তাহাদের অবস্থা অনুযায়ী তাঁহার কার্য্যে তাহাকে সাহায্য করিতে পারে। মুক্ত হস্তে চাঁদা ও দশমাংশ দানের দ্বারা তিনি চাহেন যেন তাহারা তাঁহার আশীর্বাদের প্রশংসা এবং তাঁহার অনুগ্রহের কৃতজ্ঞতা প্রকাশ করে। - 9T 132 (1909) LDEBeng 57.6