ঈশ্বর ধাপে ধাপে আমাদিগকে তাঁহার আদি নকসায় ফিরাইয়া লইবার চেষ্টা করিতেছেন- যেন মানুষ পৃথিবীর প্রাকৃতিক উৎপন্ন দ্রব্যের দ্বারা জীবন নির্বাহ করে। যাহারা প্রভুর আগমনের জন্য অপেক্ষা করিতেছে তাহাদিগকে অবশেষে মাংস ভক্ষণ পরিত্যাগ করিতে হইবে; মাংস তাহাদের খাদ্যের একটি অংশ হইতে বিরত হইবে। আমরা বিষয়টি সর্বদা দৃষ্টিগোচর রাখিয়া এই লক্ষ্য অর্জনের জন্য অবিরত কার্য্য করিবে । - CH 450 ( 1890). LDEBeng 59.6
যাহারা খ্রীষ্টের আশু প্রকাশের অপেক্ষায় রহিয়াছে বলিয়া দাবী করে, তাহাদের মধ্যে মহত্বর সংস্কার পরিলক্ষিত হওয়া উচিৎ। স্বাস্থ্য সংস্কার আমাদের লোকদের মধ্যে কার্য আরম্ভ করিবে যাহা ইতিপূর্বে করা হয় নাই। অনেকে আছেন যাহাদের মাংস ভোজন সম্পর্কে সচেতন হওয়া উচিৎ, তাহারা এখনও জীবজন্তুর মাংস ভক্ষণ করিয়া তাহাদের দৈহিক মানসিক এবং আধ্যাত্মিক স্বাস্থ্য বিপদাপন্ন করিতেছেন। অনেকে যাহারা মাংস ভক্ষণ সম্পর্কে অর্দ্ধ পরিবর্তিত, তাহারা ঈশ্বরের লোকদেরসহনাথাকিয়াতাহাদেরনিকট হইতে চলিয়া যাইবে। RH May 27, 1902. LDEBeng 59.7