ঈশ্বরের লোকেরা এখন ও শেষকাল অবধি আরও একাগ্র, আরও সজাগ, নিজেদের জ্ঞানের উপর নির্ভর না করিয়া বরং তাহাদের নেতার জ্ঞানের উপর আস্থা স্থাপন করিবে। প্রার্থনা ও উপবাসের নিমিত্ত তাহাদের দিন ধার্য্য করিয়া রাখা উচি। অনশন করিবার প্রয়োজন নাই। কিন্তু তাহারা সাধারন খাদ্য গ্রহণ করিতে পারে - CD 188, 189 (1904). LDEBeng 60.1
প্রকৃত উপবাসের নিমিত্ত সকলকে উত্তেজক খাদ্য বর্জন ও ঈশ্বর প্রচুর পরিমানে যে, সুষম সাধারন খাদ্য দিয়াছেন তাহা উত্তমরূপে ব্যবহার করিতে সুপারিশ করিতে হইবে। মানুষের পার্থিব খাদ্যের বিষয়ে কম চিন্তা করিয়া সামগ্রিক ধর্মীয় অভিজ্ঞতায় বৈশিষ্ট্য এবং সজীবতা দানকারী স্বর্গীয় খাদ্যের বিষয়ে অধিক মনোনিবেশ করা প্রয়োজন । -MM283 (1896). LDEBeng 60.2
ঈশ্বর প্রেমের তাড়ীত শক্তি (প্রভাব) সর্বোতভাবে নিঃশেষিত হয় নাই । যে সময় মন্ডলীর মন্দাভাব ও বিপদ সর্বোচ্চ, তখন যে ক্ষুদ্র দলটি জ্যোতিতে দন্ডায়মান, পৃথিবীর প্রচন্ড ঘৃণার কার্য্য দেখিয়া ক্রন্দন ও বিলাপ করিবে কিন্তু মন্ডলীর নিমিত্ত তাহাদের প্রার্থনা উত্থিত হইবে ইহার সদস্যগণ জগতের ন্যায় আচরণ করিতেছে। ST 209,210(1882) LDEBeng 60.3