[প্রকাশিত ১৮:১-৩ উল্লিখিত) যখন এই বার্তা ঘোষিত হইতেছে, যখন সত্য ঘোষণা ইহার পৃথকীকরণ কার্য্য করিতেছে। তখন ঈশ্বরের বিশ্বস্ত প্রহরীরূপে আমাদিগকে আমাদের আসল অবস্থান নির্ণয় করিতে হইবে। আমরা পৃথিবীর সহিত কোন মৈত্রী চুক্তি করিব না, তাহাতে আমরা তাহাদের আত্মা দ্বারা সঞ্জীবিত হইব এবং আমাদের আধ্যাত্মিক নির্ণয় ক্ষমতা বিভ্রান্ত এবং যাহাদের নিকট সত্য রহিয়াছে এবং প্রভুর বার্তা বহন করে তাহাদিগকে নামধারী খ্রীষ্টিয়ান মন্ডলীর চক্ষে দেখিব। একই সময় আমরা ফরিসীদের ন্যায় হইব না ও তাহাদের নিকট হইতে দূরে থাকিব। EGW'88, 161(1893) LDEBeng 61.4
যাহারা আকাশীয় মেঘরশ্মির মধ্যে খ্রীষ্টের প্রকাশের নিমিত্ত জাগ্রত থাকিয়া অপেক্ষা করিতেছে, তাহারা জাগতিক আমোদ সমিতির সহিত মিশিবেনা ও কেবল নিজেদের আমোদ প্রমোদের নিমিত্ত জড় হইবে না MS 4, 1898. LDEBeng 61.5