ঈশ্বরের প্রশংসা গান ও তাঁহার বাক্য পাঠ করিয়া সকাল ও সন্ধ্যা আপনার সন্তানগণকে লইয়া ঈশ্বরের উপাসনা করুন। তাহাদিগকে ঈশ্বরের ব্যবস্থা আবৃত্তি করিতে শিক্ষা দান করুন। - EV 499 (1904). LDEBeng 61.1
পারিবারিক উপাসনার সময়টি সংক্ষিপ্ত ও প্রাণবন্ত হউক। তাহাদের ক্লান্তি ও আগ্রহের অভাবে আপনার সন্তানেরা বা আপনার পরিবারের কোন সদস্যের নিকট ইহা ভীতিকর না হউক। যখন লম্বা অধ্যায় পঠিত হয় ও ব্যাখ্যা করা হয় এবং লম্বা প্রার্থনা করা হয় মূল্যবান সভাটি ক্লান্তিকর হইয়া পড়ে। এবং শেষ হইলেই স্বস্তি হয় । LDEBeng 61.2
পিতা একটি আকর্ষনীয় এবং সহজ বোধ্য শাস্ত্রাংশ বাছিয়া লউন; কয়েকটি পদ সারাদিনের অধ্যয়ন ও অভ্যাসের নিমিত্ত একটি শিক্ষা দিতে যথেষ্ট । প্রশ্ন জিজ্ঞাসা করা যাইতে পারে; চিত্তাকর্ষক বক্তব্য করা যাইতে পারে, বা উদাহরণ স্বরূপ একটি সংক্ষিপ্ত ও বিষয় নির্দেশক ঘটনা বলা যাইতে পারে। প্রাণবন্ত গানের কয়েকটি পদ গাওয়া যাইতে পারে; সংক্ষিপ্ত ও উদ্দেশ্য অনুযায়ী প্রার্থনা করিতে হইবে। যিনি প্রার্থনা করিবেন তিনি যেন সর্ব বিষয়ে প্রার্থনা না করেন, কিন্তু তাহার অভাব সরল ভাষায় প্রকাশ করিবে এবং ধন্যবাদ সহকারে ঈশ্বরের প্রশংসা করিবে। CG521, 522 (1884). LDEBeng 61.3