আমোদ প্রমোদের সর্বাপেক্ষা ভয়ঙ্কর স্থানগুলির মধ্যে থিয়েটার (নাট্যমঞ্চ) একটি। যেমন দাবী করা হইয়া থাকে, ইহা নৈতিকতা ও সদ্গুণের একটি বিদ্যালয়, পক্ষান্তরে ইহা অনৈতিকতার একটি বীজতলা। পাপাচারের অভ্যাস এবং পাপপূর্ণ প্রবৃত্তি এইরূপ আমোদ প্রমোদ দ্বারা মুক্তিমন্ত্র ও দৃঢ় হইয়া থাকে। নিম্নমানের সঙ্গীত, অশোভন অঙ্গভঙ্গি, হাবভাব ও আচরণ চিন্তাকে কলুষিত এবং নৈতিক অধঃপতন ঘটায় । LDEBeng 63.3
প্রত্যেক যুব যে প্রায়ই এই প্রকার প্রদর্শনীতে যোগদান করে তাহারা নীতিগত ভাবে কলুষিত হইবে। চিন্তা শক্তিকে বিষাক্ত ধর্মীয় অনুভূতিকে ধ্বংস, শান্ত আমোদ প্রমোদ উপভোগ করিবার রুচিকে ভোঁতা ও জীবনের বাস্তবতাকে পরিমিত করিয়া দিবার জন্য থিয়েটারের আমোদ প্রমোদের মত আর কোন শক্তিশালী প্রভাব আমাদের দেশে নাই। নেশাকারক পানীয় যেরূপ প্রতি চুমুকে আসক্তি বাড়ায় তদ্রুপ প্রতিটি আশকারার সহিত এই সকল দৃশ্যবলীর প্রতিঅনুরাগ বৃদ্ধি পায়। 4T 652,653 (1881). LDEBeng 63.4
যে সময় থিয়েটার বা নাচের নিমিত্ত ব্যয়িত হইবে তাহার চেয়ে বেশী সময় ঈশ্বরের আশীর্ব্বাদ যাজ্ঞা করা যাইবে না। এই সকল স্থানে কোন খ্রীষ্টিয়ান মৃত্যুবরণ করিতে চাহিবে না। খ্রীষ্ট যখন আসিবেন তখন কেহ তাহাকে ঐ সকল স্থানে পাওয়া যাইতে আশা করিবে না । MYP 398 (1882). LDEBeng 63.5
যাহা গাম্ভীর্যপূর্ণ ও ধর্মীয় চিন্তা সমূহকে বিতাড়িত করিবে না, তাহাই একমাত্র নিরাপদ আমোদ প্রমোদ যীশুকে যেস্থানে সঙ্গে লইয়া যাওয়া যায়, সেই স্থানই একমাত্র নিরাপদ স্থান।— OHC 284 (1883). LDEBeng 63.6