আপনার ধর্মে পোশাকের প্রশ্ন প্রধান বিষয় করিয়া তোলার প্রয়োজন নাই। আরও মূল্যবান কিছু সম্পর্কে আলাপ করিবার বিষয় রহিয়াছে। খ্রীষ্ট সম্পর্কে আলোচনা করুন, যখন হৃদয় পরিবর্তিত হইবে তখন ঈশ্বরের বাক্যের সহিত অনৈক্যতান বিশিষ্ট সকল কিছুই পরিত্যক্ত হইবে।— EV 272 (1889) LDEBeng 64.1
আমরা যদি খ্রীষ্টিয়ান হই, আমাদের যে পথে হাঁটিতে হইবে তাহা আমাদের স্বাভাবিক অভিলাষের পক্ষকে অতিক্রম করিয়া গেলেও আমরা খ্রীষ্টকে অনুসরণ করিব। এইটি পারিবেন না, ইহা আপনাকে বলিবার প্রয়োজন নাই,কারণ এই সকল অসার বস্তুর প্রতি আসক্তি আপনার অন্তরে রহিয়াছে এবং আপনাকে অলঙ্কারাদি পরিত্যাগ করিতে বলা কেবল বৃক্ষ রাজীর পত্র সমষ্টি ছিঁড়িয়া ফেলার তুল্য হইবে। স্বাভাবিক হৃদয়ের অভিলাষ পুনরায় ঐ গুলিকে দাবী করিবে। আপনার নিজের একটি অভিলাষ থাকা প্রয়োজন । — CG429,430 (1892). LDEBeng 64.2
ঈশ্বরের সম্মুখে সতর্কতা এবং বিচক্ষণতা সহকারে চলিতে আমি আমাদের লোকদিগকে অনুরোধ করিতেছি। স্বাস্থ্য নীতির সহিত সামঞ্জস্য রক্ষা করিয়া পোশাকের ধারা অনুসরণ করুন। আমাদের মহিলাগণ, যেমন অনেকে পরেন তদ্রুপ সুন্দর টেকসই যুগোপোযোগী পরিধান করুন, পোশাক সংক্রান্ত প্রশ্ন মনকে ভারাক্রান্ত না করুক। আমাদের মহিলাগণ সাধারনভাবে পোশাক পরিধান করুন। তাহারা নিজেদিগকে শোভন পোশাকে লজ্জাবনত মুখে, সংযতভাবে নিজেদিগকে আবৃত করুক। জগত কে ঈশ্বরের অনুগ্রহে আন্তঅলঙ্করণের একটি জীবন্ত নিদর্শন প্রদান করুন। - 3SM 242 (1897). LDEBeng 64.3
বহিরাভরণ অন্তরের একটি সূচীপত্র। - 1T 136 (1856). LDEBeng 64.4