ঈশ্বরের আজ্ঞা পালনকারী হিসাবে আমরা শহরগুলি পরিত্যাগ করিব। হনোকের ন্যায়, আমরা শহরে কার্য্যকরিব কিন্তু তথায় বসবাস করিব না। —Ev 77, 78 (1899). LDEBeng 70.4
দূরবর্তী অবস্থাসমূহ হইতে শহরগুলিতে কার্য্য করিতে হইবে। ঈশ্বরের বার্তাবাহক জিজ্ঞাসা করিলেন, “শহরগুলিকে কি সতর্ক করা হইবে না? হাঁ, ঈশ্বরের লোকেরা তথায় বাস করিয়া নহে, কিন্তু দেখা সাক্ষাতের মাধ্যমে, তাহাদিগকে বলিতে হইবে যে পৃথিবীর উপরে কী আসিতেছে।” — 2 SM 358 (1902) LDEBeng 70.5
বহু বৎসর পূর্ব হইতে আমাকে বিশেষ আলো দত্ত হইয়াছে, যে আমরা আমাদের কার্য্য শহর কেন্দ্রীক করিব না । গন্ডগোল এবং বিশৃঙ্খলা দ্বারা শহরগুলি ভরপুর, হরতাল ও শ্রমিক ইউনিয়নগুলি দ্বারা সৃষ্ট অবস্থা আমাদের কার্য্যের প্রতিবন্ধক প্রমাণিত হইবে। -7T 84 (1902). LDEBeng 70.6
সদোমে যেরূপ লোটের স্বর শুনা গিয়াছিল, তদ্রুপ যখন কোন রাষ্ট্রে অপরাধ বৃদ্ধি পায় তখন সর্বদা কোন স্বর-কে নির্দেশ ও সতর্কবাণী দিতে শুনা যায়। তথাপি লোট এই মন্দ কলুষিত শহরে বাসস্থান না করিলে তাহার পরিবারকে বহু-মন্দতা হইতে রক্ষা করিতে পারিতেন। সদোমে লোট ও তাহার পরিবার যাহা করিতেন তাহা তাহারা শহর হইতে দূরে কোথাও থাকিয়া করিতে পারিতেন। —Ev 78 (1903). LDEBeng 70.7
বর্তমানে, কাহাকেও শিকাগো শহরে কার্য্য করিতে হইবে, কিন্তু তাহারা গ্রাম্য এলাকায় কাৰ্য্য কেন্দ্র স্থাপন করিয়া তথা হইতে শহরে কার্য্য করিবে। ঈশ্বর চাহে যেন তাহার সন্তানেরা তাহাদের চতুর্দিকে দৃষ্টিপাত করিয়া তাহাদের কার্য্যের নিমিত্ত অখ্যাত কমমূল্যের স্থানে কেন্দ্র সমূহ স্থাপন করে। কালে কালে বৃহৎ এলাকা তাহাদের নজরে আসিবে এবং আশ্চর্য্যজনক কমমূল্যে তাহা ক্রয় করিতে পারিবে। — Ev 402 (1906). LDEBeng 71.1