আমরা আবার বলিতেছি, “শহর হইতে বাহিরে।” পাহাড় পর্বতে যাইতে হইতেছে বলিয়া ইহাকে বঞ্চনারূপে বিবেচনা করিবেন না, বরং ঈশ্বরের সহিত একাকী থাকিয়া তাঁহার ইচ্ছা ও পথ জানিবার নিমিত্ত সেই অবসরের সন্ধান করুন।--- LDEBeng 71.2
আমি আমার লোকদিগকে অনুরোধ করিয়াছি যেন আধ্যাত্মিকতার অন্বেষণ কে তাহারা জীবনপেশা রূপে গ্রহণ করে। খ্রীষ্ট দ্বারে উপস্থিত। এই কারণে আমি আমার লোকদিগকে বলি,” যখন তোমাকে শহর ছাড়িয়া গ্রাম্য পরিবেশে যাইবার আহবান করা হয় এখন ইহাকে একটি বঞ্চনা মনে করিও না। সেখানে যাহারা গ্রহণ করিতে পারে তাহাদের নিমিত্ত উন্নতমানের আশীর্বাদ রহিয়াছে। সৃষ্টিকর্তার কার্য্য প্রাকৃতিক দৃশ্যবলী দর্শন করিয়া,ঈশ্বরের হস্তশিল্প অধ্যয়ন করিয়া, আপনি ক্রমশ ঐ প্রতিমূর্তিতে রূপান্তরিত হইয়া যাইবেন।” —2 SM 355, 356 (1908). LDEBeng 71.3