যাহারা এখনই শহর ছাড়িয়া যাইতে পারিতেছে না, তাহাদের সন্তানগণের নিমিত্ত চার্চ স্কুল প্রতিষ্ঠা করিতে হইবে, এই স্কুলগুলির সহিত এমন সুযোগ রাখিতে হইবে যাহাতে যে স্থানে প্রয়োজন সেস্থানে উচ্চ শিক্ষার ব্যবস্থা করা যাইতে পারে। -CG 306 ( 1903). LDEBeng 86.3
আমাদের রেস্তোরা গুলি অবশ্যই শহরগুলিতে স্থাপিত হইবে, কারণ তাহা না হইলে এই সকল রেস্তোরার কর্মচারীরা সেই স্থানে আগত লোকদের নাগাল পাইবে না এবং তাহাদিগকে সঠিক জীবন যাপন নীতিমালা শিক্ষা দিতে পারিবে না। -2 SM 142 (1903). LDEBeng 86.4
বারবার সদাপ্রভু আমাদিগকে নির্দেশ দিয়াছেন যে আমাদিগকে দূরবর্তী কেন্দ্র সমূহ হইতে শহরগুলিতে কার্য্য করিতে হইবে। শহরগুলিতে ঈশ্বরের স্মারক রূপে আমাদের প্রার্থনা গৃহসমূহ থাকিবে, কিন্তু আমাদের পত্রপত্রিকা মুদ্রণালয়, স্বাস্থ্য কেন্দ্ৰ, শিক্ষা কেন্দ্ৰ (কলেজসমূহ) গুলিকে শহরগুলির বাহিরে প্রতিষ্ঠিত করিতে হইবে। বিশেষভাবে ইহা খুবই জরুরী যে, আমাদের যুবকদের শহর জীবনের প্রলোভনাদি হইতে সুরক্ষা করিতে হইবে। -2 SM 358 (1907). LDEBeng 86.5