প্রত্যেকে সময় লইয়া যত্নসহকারে চিন্তাভাবনা করুক, যেন সে দৃষ্টান্তের লোকের ন্যায় না হয় সে নির্মাণ কার্য্য আরম্ভ করিয়া শেষ করিতে পারে নাই। সব কিছুর গুরুত্ব উপলব্দি করিয়া-স্থান পরিবর্তনের সকল অশনিসঙ্কেত বিবেচনা না করিয়া কোন যাত্রা আরম্ভ করা উচি নয়।......... LDEBeng 86.6
কোন ব্যক্তি হয়তো তড়িঘড়ি করিয়া কোন কিছু করিতে ইচ্ছা করে এবং এমন কোন কিছু করিতে আরম্ভ করে যে সম্পর্কে তাহার কোন পূর্বজ্ঞান নাই। ঈশ্বর ইহা চাহেন না ।....... LDEBeng 86.7
বিশৃঙ্খল ভাবে কোন কিছু না করা হউক, অতি উসাহের ভাবা বেগের বক্তব্য সম্পদের বিরাট ক্ষতি ও ত্যাগ সাধিত হয় ইহা ঈশ্বরের নিয়ম নহে, যে বিজয় সূচিত হওয়া জরুরী তাহা সুস্থ মস্তিষ্কের চিন্তা ও সঠিক বিবেচনার এবং সুষ্ঠনীতি ও উদ্দেশ্যর অভাবে পরাজয়ে পরিণত হউক।২১৮৯৩ খ্রীষ্টাব্দের ডিসেম্বরের ২২ তারিখে ব্যাটল ক্রীকের একজন নেতৃস্থানীয় কার্যকারীর পত্রের উত্তরে লিখিত কার্যকারী মিসেস হোয়াইটের অনুরোধে সাড়া প্রদান করিয়া “একশত হইতে দুই শতের” মত লোক “যত শীঘ্র সম্ভব” শহর ছাড়িয়া গ্রামীণ পরিবেশে যাইবার নিমিত্ত প্রস্তুত হইয়াছে। Selected Messges, Book 2, pp 361-364 দেখুন । -2 SM 362, 363 (1863). LDEBeng 86.8