আমাদের দেশ যখন ইহার আইন পরিষদে ধর্মীয় সুযোগ সুবিধার ব্যাপারে মানুষের বিবেক রুদ্ধ এবং রবিবার পালন বলবৎ করিবার আইন প্রণয়ন করিবে, এবং যাহারা সপ্তমদিন শাব্বাথ পালন করে তাহাদের বিরুদ্ধে তাড়না করিবার শক্তি প্রয়োগ করিবে, সকল উদ্দেশ্য এবং অভিপ্রায়সহ ঈশ্বরের ব্যবস্থাকে আমাদের দেশে বাতিল ঘোষণা করিবে এবং জাতীয় স্বপক্ষত্যাগের পরই জাতীয় ধ্বংস আসিবে। -7 BC 977 (1888) LDEBeng 96.6
এই জাতীয় ভ্রষ্টতার সময়, শয়তানের নীতি অনুযায়ী কার্য্য করিয়া দেশের শাসকবর্গ পাপ মানবের পক্ষে নিজেদিগকে দাঁড় করাইবে। তখনই অপরাধের মাত্রা পূর্ণ হইবে । জাতীয় ভ্রষ্টতাই জাতীয় ধ্বংসের সঙ্কেত। LDEBeng 96.7
রোমান ক্যাথলিক নীতিমালা রাষ্ট্রের তত্ত্বাবধান এবং নিরাপত্তার অধীনে লওয়া হইবে। জাতীয় ধ্বংস অতিদ্রুত এই জাতীয় স্বপক্ষ ত্যাগের (ভ্রষ্টতার) পশ্চাদগমন করিবে । - RH June 15, 1897. LDEBeng 96.8
যখন প্রটেষ্টান্ট মন্ডলী সমূহ, যাহার বিরুদ্ধাচারণ করিয়া তাহাদের পূর্ব পুরুষগণ অত্যাচারিত হইয়াছিলেন, সেই ভ্রান্ত ধৰ্ম্মকে প্রতিপালন করিবার নিমিত্ত লোকায়ত্ত শক্তির সহিত মিলিত হইবে, তখন মন্ডলী এবং রাষ্ট্রের সম্মিলিত শক্তি পোপীয় শাব্বাথকে বলব করিবে। তথায় জাতীয় স্বপক্ষত্যাগ দেখা যাইবে যাহারা কেবল জাতীয় ধ্বংসের মাধ্যমে সমাপ্তি হইবে। -Ev 235 (1899). LDEBeng 97.1
রাষ্ট্র যখন মন্ডলীর প্রতিষ্ঠানসমূহকে পালন ও আদেশ সমূহকে বলব করিবার নিমিত্ত তাহার শক্তি ব্যবহার করিবে—তখন প্রটেষ্টান্ট আমেরিকা পোপত্বের নিকট একটি প্রতিমূর্তি নির্মাণ করিবে; এবং তথায় জাতীয় স্বপক্ষ ত্যাগ দেখা যাইবে যাহার কেবল জাতীয় ধ্বংসের মাধ্যমে সমাপ্তি হইবে। -7BC 976 (1910) LDEBeng 97.2