ইতিহাসের পুনরাবৃত্তি হইবে। ভ্রান্ত ধর্ম উচ্চীকৃত হইবে। কোন প্রকার পবিত্রতা শূণ্য একটি সাধারণ কার্য্যাদিবস, সপ্তাহের প্রথম দিনকে বাবিলীয় মূর্তির ন্যায় স্থাপন করা হইবে। জাতি এবং সর্ব ভাষার লোকদিগকে এই মেকি (জাল) শাব্বাথ পালনের আদেশ দেওয়া হইবে ।...এই দিনকে পালন বলবৎ করিবার আদেশ পৃথিবীর সর্বত্র জারী হইবে। -7BC 976 (1897). LDEBeng 97.3
ধর্মীয় স্বাধীনতার দেশ, আমেরিকা যখন ভ্রান্ত শাব্বাথকে সম্মান প্রদর্শন করিতে লোকদিগকে বাধ্য ও বিবেককে জোরাজুরি করিবার নিমিত্ত পোপত্বের সহিত মিলন হইবে, তখন ভূমন্ডলের প্রত্যেকটি দেশের লোকেরা তাহার আদর্শ অনুসরণ করিবে -GT 552 (1990). LDEBeng 97.4
মহাচূড়ান্ত বিরোধে শাব্বাথ প্রশ্ন বিচার্য্য বিষয় হইবে এবং সমগ্র পৃথিবী ইহাতে অংশ গ্রহণ করিবে । LDEBeng 97.5
বিদেশী জাতিগণ যুক্তরাষ্ট্রের আদর্শ অনুসরণ করিবে। যদিও সে নেতৃত্বদান করিবে তথাপি একই সমস্যা সমগ্র পৃথিবীতে আমাদের লোকদের উপরও আসিয়া পড়িবে। -6T 395 (1900). LDEBeng 97.6
সত্যের বদলে মিথ্যা স্থাপন এই নাটকের শেষ দৃশ্য। যখন এই বদল বিশ্বজনীন হইবে তখন ঈশ্বর নিজেকে প্রকাশ করিবেন। যখন ঈশ্বরের ব্যবস্থার উর্দ্ধে মনুষ্যদের ব্যবস্থা উচ্চীকৃত হইবে, যখন এই পৃথিবীর শক্তিসমূহ মনুষ্যকে সপ্তাহের প্রথম দিন পালন করিতে বল প্রয়োগ করিবে, জানিও, ঈশ্বরের কার্য্য করিবার সময় উপস্থিত হইয়াছে। -7 BC 980 (1901). LDEBeng 98.1
ঈশ্বরের ব্যবস্থার বদলে মনুষ্যের ব্যবস্থা স্থাপন, শুধু মনুষ্যের ক্ষমতা বলে বাইবেলের শাব্বাথের স্থলে রবিবারকে উচ্চীকৃত করা, এই নাটকের শেষ দৃশ্য যখন এই বদল কাৰ্য্য বিশ্ব জনীন হইবে ঈশ্বর তখন নিজেকে প্রকাশ করিবেন। পৃথিবীকে ভয়ানকভাবে ঝাঁকুনী দিবার নিমিত্ত তিনি আপন প্রতাপে দন্ডায়মান হইবেন । -7T 141 (1902). LDEBeng 98.2