যাহারা এই পৃথিবীর ইতিহাসের শেষ দিনগুলিতে বাস করিতেছে তাহারা জানিতে পারিবে, সত্যের নিমিত্ত অত্যাচার কাহাকে বলে। আদালত সমূহে অবিচার বিচার করিবে। যাহারা ঈশ্বরের আজ্ঞার প্রতি অনুগত, বিচারকগণ তাহাদের কথা শুনিতে অস্বীকার করিবে, কারণ তাহারা জানে যে চতুর্থ আজ্ঞার পক্ষে সকল যুক্তি অখন্ডনীয়। তাহারা বলিবে, “আমাদের একটি আইন আছে, এবং আমাদের আইন দ্বারা সে মরিবে।” তাহাদের নিকট ঈশ্বরের ব্যবস্থার কোন মূল্য নাই। “আমাদের আইন” তাহাদের নিকট সর্বোচ্চ। যাহারা এই মাননীয় আইনের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করিবে তাহারা অনুগ্রহ পাইবে, কিন্তু যাহারা এই প্রতিমা শাব্বাথের প্রতি প্রণিপাত করিবে না তাহাদের প্রতি কোন অনুগ্রহ প্রদর্শিত হইবে না। —ST May 26, 1898. LDEBeng 104.7
কোন সময় আমাদিগকে আদালতের সম্মুখে আনা হইলে ঈশ্বরের সহিত সংঘর্ষ না হইলে, আমরা আমাদের অধিকার ছাড়িয়া দিব। আমাদের অধিকারের নিমিত্ত আমরা অনুরোধ করিতেছি না, কিন্তু আমাদের সেবায় ঈশ্বরের অধিকারের নিমিত্ত করিতেছি। -5 MR 69 (1895). LDEBeng 105.1