যে নিয়ন্ত্রণপ্রিয় মস্তিষ্ক অতীতে বিশ্বাসীদের বিরুদ্ধে ষড়যন্ত্র করিয়াছিল সেই একই মস্তিষ্ক এখনও যাহারা ঈশ্বরকে ভয় করে ও তাঁহার আজ্ঞা পালন করে তাহাদিগকে পৃথিবী হইতে উৎখাত করিবার সুযোগ অন্বেষণ করিতেছে ।..... LDEBeng 105.2
সম্পদ, প্রতিভা ও শিক্ষা সম্মিলিত ভাবে তাহাদিগকে অবজ্ঞা বা ঘৃণা দ্বারা আচ্ছাদিত করিবে। অত্যাচারী শাসকবর্গ, যাজকবর্গ এবং মন্ডলীর সদস্যগণ তাহাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করিবে। কন্ঠস্বর এবং লেখনী, দম্ভোক্তি ও ভীতি, এবং উপহাস দ্বারা তাহারা তাহাদের বিশ্বাসকে উৎপাটিত করিতে চেষ্টা করিবে। — 5 T 450 ( 1885). LDEBeng 105.3
সময় আসিতেছে, যখন বাইবেলে সত্যের সপক্ষতার কারণে আমাদিগকে বিশ্বাসঘাতকরূপে গণ্য করা হইবে। - 6 T 394 (1900). LDEBeng 105.4
যাহারা বাইবেলের শাব্বাথকে সম্মান প্রদর্শন করে তাহাদিগকে আইন শৃঙ্খলার শত্রু, সমাজের নৈতিক নিয়ন্ত্রণ সমূহের ভঙ্গকারী এবং স্বৈরাচার ও দূর্নীতিকারী এবং পৃথিবীতে ঈশ্বরের দন্ডাজ্ঞা আনয়নকারী রূপে জনসমক্ষে অভিযুক্ত করা হইবে। তাহাদের বিবেকজনিত দ্বিধাকে একগুঁয়েমী, অনমনীয় ক্ষমতা কে অপমান রূপে ঘোষণা করা হইবে। তাহারা সরকারের প্রতি অনানুগতরূপে অভিযুক্ত হইবে। — GC 592 (1911). LDEBeng 105.5
সেই মন্দদিনে যাহারা তাহাদের বিবেকের পরিচালনায় নির্ভয়ে ঈশ্বরের সেবা করিবে তাহাদের সাহস, দৃঢ়তা, ঈশ্বরের এবং তাঁহার বাক্যের জ্ঞানের প্রয়োজন হইবে । কারণ যাহারা ঈশ্বরের পক্ষে স্থির থাকিবে তাহাদের নির্যাতন করা হইবে, তাহাদের উদ্দেশ্য করা হইবে, তাহাদের সুপ্রচেষ্টার বিরূপ অর্থ করা হইবে এবং তাহাদের নাম মন্দরূপে নির্ণয় করা হইবে। — AA 431, 431 ( 1911). LDEBeng 105.6