আমরা দেখিব যে একমাত্র যীশু খ্রীষ্টের হত ব্যতিত আর সকল হস্ত আমাদিগকে ছাড়িয়া দিতে হইবে। বন্ধুগণ প্রতারক প্রমাণিত হইবে এবং আমাদের সহিত বিশ্বাস ঘাতকতা করিবে। আত্মীয় স্বজন, শত্রু কর্তৃক প্রতারিত হইয়া মনে করিবে তাহারা আমাদের বিরূদ্ধাচারণ করিয়া ঈশ্বরের সেবা করিতেছে ও আপ্রাণ চেষ্টা করিয়া আমাদের কঠিন অবস্থায় ফেলিয়া আশা করিবে যে, আমরা আমাদের বিশ্বাস জলাঞ্জলী দিব। কিন্তু আমরা খ্রীষ্টের হস্তে হস্ত রাখিয়া অন্ধকার এবং সমূহ বিপদে নির্ভর করিতে পারি। -Mar 197 (1889). LDEBeng 108.2
খ্রীষ্টে ভিত্তি ও মূল স্থাপন করিয়াই কেবল লোকেরা সংগ্রামের সময় স্থির হইয়া দাঁড়াইতে পারিবে। যীশুতে যে সত্য রহিয়াছে তাহারা তাহাই গ্রহণ করিবে। এবং সেই সত্য যেরূপে প্রদান করা হইবে তাহাতেই আত্মার চাহিদা পূরণ হইবে। ক্রুশারোপিত খ্রীষ্ট, খ্রীষ্ট আমাদের ধার্মিকতা প্রচার আত্মার ক্ষুধা মিটায়। যখন আমরা এই কেন্দ্রীয় সত্যের প্রতি লোকদের আগ্রহ আকর্ষণ করিতে পারি তখন হৃদয়ে বিশ্বাস এবং আশা এবং সাহস আইসে। — GCDA Jan 28, 1893. LDEBeng 108.3
অনেকে তাহাদের বিশ্বাসের নিমিত্ত এই স্থানের গৃহ এবং ঐতিহ্য হইতে বিচ্ছিন্ন হইয়া যাইবে, কিন্তু তাহারা যদি তাহাদের হৃদয় খ্রীষ্টকে দান করে, তাহার অনুগ্রহের বার্তা গ্রহণ করে, তাহাদের বিকল্প ও প্রতিভূ এমন কি ঈশ্বরের পুত্রের উপরে নির্ভর করে, তথাপি তাহারা আনন্দে পরিপূর্ণ হইবে। —ST June 2, 1889. LDEBeng 108.4