যাহারা সদাপ্রভুর শাব্বাথ পালন করে তাহাদের বিরুদ্ধে যখন বিভিন্ন স্থানে শত্রুতা জন্মানো হইতে থাকিবে, তখন ঈশ্বরের লোকদের সেই স্থান হইতে সরিয়া কম • প্রতিরোধ বিশিষ্ট স্থানে যাওয়ার প্রয়োজন হইতে পারে। LDEBeng 108.5
যে স্থানে তাহাদের জীবন বিপন্ন এবং তাহাদের প্রভাবকে দুষ্টলোকেরা অকার্য্যকর করিয়া রাখিয়াছে, ঈশ্বর তাঁহার সন্তানগণকে সেই স্থানে রাখিতে চাহেন না। যে স্থানে স্বাধীনতা এবং জীবন বিপন্ন, সেই স্থান ত্যাগ করিয়া যাহারা ঈশ্বরের বাক্য শ্রবণ করিতে চাহে এবং সে স্থানে বাক্য প্রচারের সুযোগ অনুকুল হইবে সেই স্থানে সরিয়া যাওয়া আমাদের কেবল একটি সুযোগ নহে, ইহা আমাদের কর্তব্য। — Ms 26, 1904. LDEBeng 108.6
সময় আসিতেছে যখন নির্যাতনের কারণে ঈশ্বরের লোকেরা বিভিন্ন দেশে ছড়াইয়া পড়িবে। যাহারা চৌকশ শিক্ষা লাভ করিয়াছে তাহারা যে স্থানে থাকুক, লাভবান হইবে। — 5 MR 280 (1908). LDEBeng 109.1
নির্যাতনের ঝড় যখন বাস্তবিকই আমাদের উপর বহিতে আরম্ভ করে তখন প্রকৃত মেষগণ প্রকৃত মেষপালকের স্বর শুনিতে পাইবে। হারানোদিগকে উদ্ধারের নিমিত্ত আত্মত্যাগী প্রচেষ্টা চলিবে এবং অনেকে যাহারা খোঁয়াড় হইতে বিপথগামী হইয়াছে তাহারা মহান মেষপালকের পশ্চাদগমনের নিমিত্ত ফিরিয়া আসিবে। ঈশ্বরের লোকেরা একত্রিত হইয়া শত্রুর সম্মুখে একটি যুক্ত ফ্রন্ট হাজির করিবে। সাধারণ বিপদের দৃষ্টি ক্ষমতার সর্ব্বোচ্চ স্থানে যাইবার কলহ বন্ধ হইবে এবং কে শ্রেষ্টতম হইবে সে সম্পর্কে কোন মতভেদ থাকিবে না। 1-6T HDI (1900) LDEBeng 109.2