যুগে যুগে ঈশ্বর তাঁহার কার্যপদ্ধতি জানাইয়াছেন। পৃথিবীর উপর দিয়া কি প্রবাহিত হইতেছে সে বিষয়ে তাঁহার খেয়াল রহিয়াছে । যখনই সঙ্কট উপস্থিত হইয়াছে, তখনই তিনি নিজেকে প্রকাশ করিয়াছেন এবং শয়তানের পরিকল্পনাকে কার্য্যে পরিণত করিতে বাধা প্রদান করিয়াছেন। তিনি প্রায়ই জাতিগণকে পরিবার সকলকে এবং ব্যক্তিবর্গকে সমস্যার সম্মুখীন করিতে অনুমতি দেন, যেন তাঁহার হস্তক্ষেপ লক্ষ্যযোগ্য হয়। অতঃপর তিনি এই সত্য জ্ঞাত করিতে চাহেন যে ইস্রায়েলের মধ্যে এক ঈশ্বর আছেন যিনি তাঁহার লোকদের পালন পোষন ও সত্য প্রমানিত করেন। LDEBeng 109.3
যখন যিহোবার ব্যবস্থার বিরূদ্ধাচারণ প্রায় বিশ্বজনীন হইয়া উঠিবে, যখন তাঁহার লোকেরা তাহাদের সহমানবের দ্বারা নির্যাতিত হইবে তখন ঈশ্বর মধ্য পথে বাধা সৃষ্টি করিবেন। তাঁহার লোকদের ঐকান্তিক প্রার্থনার উত্তর প্রদান করা হইবে, কারণ তাঁহার লোকেরা তাঁহাকে তাহাদের হৃদয়ে অন্বেষণ করুক এবং মুক্তিদাতা রূপে তাঁহাতে নির্ভর করুক ইহা তিনি ভালবাসেন। - RH June 15, 1897. LDEBeng 109.4
কিছু কালের নিমিত্ত তাড়নাকারীদের ঈশ্বরের পবিত্র আজ্ঞা সকল জ্ঞাত ব্যক্তিদিগের উপরে বিজয়ী হইতে অনুমোদন করিবেন।...অবশেষে ঈশ্বর শয়তানকে একজন মিথ্যাবাদী একজন দোষারোপকারী ও একজন হত্যাকারীরূপে নিজের চরিত্র প্রকাশ করিতে অনুমতি দিবেন। এইরূপে তাঁহার লোকদের শেষ বিজয় অধিক লক্ষ্যণীয়, অধিক গৌরবান্বিত, অধিক পূর্ণ ও পূর্ণাঙ্গ করিবেন। - 3 SM 414 (1904). LDEBeng 109.5