নোহের সময়ে বিস্ময়কর সংখ্যাগরিষ্ঠ লোকেরা সত্যের বিরোধিতা করিয়াছে এবং মিথ্যার আবরণে আচ্ছাদিত ছিল। দেশ সন্ত্রাসে পূর্ণ ছিল। যুদ্ধ, অপরাধ, প্রচলিত নিয়ম হইয়া পড়িয়াছিল। তদ্রুপ খ্রীষ্টের দ্বিতীয় আগমনের পূর্বেও হইবে। — 1BC 1090 (1891). LDEBeng 18.5
শ্রমিক ইউনিয়ন গুলিকে তাহাদের দাবী মানা না হইলে দ্রুত সন্ত্রাস সৃষ্টির নিমিত্ত উস্কানি দেওয়া হয় । ইহা স্বচ্ছ হইতে স্বচ্ছতর হইয়া উঠিতেছে যে পৃথিবী নিবাসীগণ ঈশ্বরের সহিত ঐক্যমত্যে নাই। শয়তানের নেতৃত্বে মন্দ কর্মীদের নিশ্চিতগতি কোন বৈজ্ঞানিক নীতি ব্যাখ্যা করিতে পারে না। প্রতিটি উম্মত্ত জনতার মধ্যে মন্দ দূতগণ লোকদের সন্ত্রাসীকার্য্য করিতে উত্তেজিত করিতেছে।--- LDEBeng 19.1
হত্যা এবং রাহাজানি, রেল দুর্ঘটনা এবং সন্ত্রাসীকার্য্যকলাপের যে ভয়ানক সংবাদ আমরা শুনিতে পাই, তাহা ইহাই বলে যে সব কিছুর শেষ খুবই সন্নিকট । এখন, এবং এখনই আমাদিগকে প্রভুর দ্বিতীয় আগমনের নিমিত্ত প্রস্তুত হওয়া প্রয়োজন । — Letter 308, 1907 LDEBeng 19.2