Go to full page →

ফরৌণ তখনও মিসরকে রক্ষা করতে পারতেন PPBeng 184

তাকে বলা হল যে যতক্ষণ ঈশ্বর মিসরের বিচার না করেন এবং তার ক্ষমতার প্রবল প্রকাশের মাধ্যমে ইস্রায়েলদের বের করে না আনেন ততক্ষণ পর্য্যন্ত রাজা কোন মতেই রাজী হবেন না। প্রত্যেক আঘাতের আগে মোশি সেই আঘাতের প্রকৃতি ও ফলাফল বর্ণনা করবেন যেন রাজা ইচ্ছা করলেই নিজকে এটা হতে বাঁচাতে পারে। প্রত্যেক শাস্তি আগ্রহ্য করার ফল হবে, পরবর্ত্তী শাস্তি আরো কঠোর হবে, যতক্ষণ না তার হৃদয় নরম হয় এবং সে স্বর্গ ও পৃথিবীর স্রষ্টাকে সত্য ও জীবন্ত ঈশ্বররূপে স্বীকার করে। সদাপ্রভু মিসরের লোকদের তাদের পৌত্তলিকতার জন্য শাস্তি দেবেন এবং তাদের গর্ব খর্ব করবেন, যেন অন্যান্য জাতিসমূহ তাঁর প্রতাপশালী কাজ দেখে কম্পিত হয়, এবং যেন তাঁর লোকেরা পৌত্তলিকতা বর্জন করে এবং তাঁর প্রকৃত আরাধনা করে । PPBeng 184.3

আবার মোশি ও হারোণ মিসরের রাজার জাঁকাল কক্ষে প্রবেশ করলেন। সেখানে মূল্যবান চিত্র ও খোদাই করা পৌত্তলিক দেবতাদের মূর্তি দ্বারা উজ্জ্বল ভাবে অলংকৃত স্তম্ভসমূহের মধ্য খানে দাসত্বে আবদ্ধ জাতির দুই প্রতিনিধি দাঁড়ালেন। রাজা তাদের ঈশ্বর-দত্ত কর্তৃত্বের প্রমাণস্বরূপ অলৌকিক ঘটনা দেখতে চাইলেন। হারোণ তার হাতের লাঠি রাজার সামনে মাটিতে রাখলেন। এটা একটি সর্গে রূপান্তরিত হল। রাজাও নিজ “বিদ্বানদিগকে ও গুণিগণকে ডাকিলেন,” এবং তারাও “প্রত্যেকে নিজ নিজ লাঠি নিক্ষেপ করিলে সে সকল সর্প হইল, কিন্তু হারোণের লাঠি তাহাদের সকল লাঠিকে গ্রাস করিল ।” আগের থেকে আরো বেশী দৃঢ়-সংকল্প হয়ে রাজা ঘোষণা করলেন যে তার যাদুকরগণ মোশি ও হারোণের সমকক্ষ। তিনি ঈশ্বরের সন্তানদের ধোকাবাজরূপে অবিহিত করলেন, কিন্তু তাদের কোনরূপ ক্ষতি করা থেকে ঈশ্বর তাকে বিরত রাখলেন । PPBeng 184.4