ঈশ্বর যে পৌত্তলিকতা ঘৃণা করেন, চতুষ্পার্শ্বের জাতিসমূহকে এর দৃষ্টান্ত দেখানোর জন্যই এই পাপের শাস্তি দেয়া প্রয়োজন ছিল। এরপর যখন ইস্রায়েলরা পৌত্তলিকতার বিরুদ্ধাচরণ করত তখন তাদের শত্রুরা বলতে পারত যে, যে লোকেরা ঈশ্বরকে তাদের ঈশ্বর বলে তারা নিজেরাই হোরেবে একটি গো-বৎস বানিয়ে তার পূজা করছিল। এখন যদিও তাদের এই ঘৃণ্য সত্য স্বীকার করতে হবে তবে তার প্রমাণস্বরূপ এও দেখাতে পারবে যে তাদের পাপকেও ক্ষমা করা হয়নি। PPBeng 227.3
বিচারের চেয়ে প্রেমই এই শাস্তির দাবী জানিয়েছিল। যারা বিদ্রোহ করতে দৃঢ় প্রতিজ্ঞ ঈশ্বর তাদের হত্যা করলেন, যেন তারা অন্যদের ধ্বংসের পথে নিয়ে যেতে না পারে। পাপীকে শাস্তি প্রদান না করলে কি ফল হয়, কয়িনের জীবন রক্ষার মাধ্যমে ঈশ্বর তার প্রমাণ দেখিয়েছেন। PPBeng 227.4
তার জীবন ও শিক্ষার ফলে যে মন্দতার সৃষ্টি হয় তার ফলে সমস্ত পৃথিবীকে প্লাবন দ্বারা ধ্বংস করতে হয়েছিল। প্লাবনের পূর্বের লোকদের জীবন যাত্রার ইতিহাস প্রমাণ করে যে, ঈশ্বরের মহান ধৈর্য্য মন্দতার অবসান ঘটায় না । PPBeng 227.5
সীনয়ে এরূপ হয়েছিল। যদি দ্রুত শাস্তি প্রদান না করা হত তবে ঐ একই ফল আবারও দেখা যেত। পৃথিবী নোহের সময়ের মতই নষ্টামীতে পূর্ণ হয়ে যেত। কয়িনের জীবন রক্ষার ফলে যে নষ্টামী সৃষ্টি হয়েছিল তার চেয়েও বেশী নষ্টামী তখন সৃষ্টি হত। ঈশ্বরের অনুগ্রহের ফলেই কোটি কোটি লোককে ধ্বংসের হাত থেকে রক্ষা করার জন্য কয়েক হাজার লোককে ধ্বংস করা হয়। অনেককে রক্ষার জন্য তাঁকে কয়েকজনকে শাস্তি দিতে হয় । PPBeng 228.1
তদুপরি, যেহেতু লোকেরা ঈশ্বরের রক্ষার অধিকার বর্জন করেছিল, সমস্ত জাতি এখন শত্রুর ক্ষমতার আওতায় চলে গিয়েছিল। তারা তাদের অসংখ্য ক্ষমতাশালী শত্রুর শিকারে পরিণত হত। ইস্রায়েলের মঙ্গলের জন্য ইহা প্রয়োজনীয় ছিল যে অপরাধের দ্রুত শাস্তি বিধান করা হয় । PPBeng 228.2
আর পাপীদের জন্য এটা কোন অংশেই কম অনুগ্রহের কাজ ছিল না যে তাদের মন্দ কাজকে শেষ করে দেয়া হয়। যদি তাদের জীবন রক্ষা পেত, তবে যে আত্মা তাদের ঈশ্বরের বিরুদ্ধে বিদ্রোহ করতে পরিচালনা দিয়েছিল, তাই তাদের নিজেদের মধ্যে ঘৃণা ও দ্বন্দ্বের সৃষ্টি করত। আর পরিণামে তারা একজন অন্যজনকে ধ্বংস করে ফেলত। PPBeng 228.3