Go to full page →

ঈশ্বরই যুদ্ধে জয়লাভ করবেন PPBeng 238

অনেক লোকেরাই শয়তানের প্রতারণায় কাণ দেয় এবং নিজেদের ঈশ্বরের বিপক্ষে পরিচালিত করে। কিন্তু এই সমস্ত মন্দ কাজের মধ্যেই ঈশ্বরের নির্দ্ধারিত লক্ষ্য সৃষ্ট জ্ঞানীদের নিকট তিনি তার ন্যায্য, সত্য ও আশীর্বাদের নিদর্শন রাখছেন । সমস্ত মানব জাতিই ঈশ্বরের ব্যবস্থা লঙ্ঘনকারীতে পরিণত হয়েছে, কিন্তু তার পুত্রের বলির মাধ্যমে তারা আবার ঈশ্বরের নিকট ফিরতে পারে। খ্রীষ্টের অনুগ্রহের দ্বারা তারা আবার পিতার ব্যবস্থার বাধ্য হতে সক্ষম হবে। প্রত্যেক যুগেই ঈশ্বরের একটি দল সংগ্রহ করেন “যে লোকদের অন্তরে আমার ব্যবস্থা আছে।” যিশাইয় ৫১:৭ । PPBeng 238.4

বিদ্রোহের সহিত ঈশ্বরের ব্যবহারের ফলে গোপনে যে সকল কাজ করা হয়েছিল, তার সকলই প্রকাশ হবে। ঈশ্বরের আজ্ঞাসমূহ অবমাননার ফল সমস্ত সৃষ্ট বুদ্ধি জীবিদের দৃষ্টির সামনে উন্মোচিত হবে। ঈশ্বরের ব্যবস্থাসমূহ সম্পূর্ণরূপে ন্যায্য বলে প্রমাণিত হবে। সমগ্র পৃথিবীতে দর্শকদের সামনে শয়তান নিজেই স্বীকার করবে যে ঈশ্বরের শাসন-ব্যবস্থা ন্যায্য ছিল এবং তার ব্যবস্থায় ধার্মিকতা ছিল । PPBeng 239.1

সীনয়ের ভয়ঙ্করতা লোকদের নিকট বিচারের দৃশ্যের একটি নমুনা-মাত্র ছিল । শৃঙ্গের ধ্বনি ইস্রায়েলদের ঈশ্বরের সহিত সাক্ষাৎ করবার জন্য আহবান করেছিল । প্রধান দূতগণের ধ্বনি ও ঈশ্বরের শৃঙ্গের ফুৎকার পৃথিবীর সকল মৃত ও জীবিতদের তাদের বিচারকের সামনে উপস্থিত হওয়ার জন্য আহবান জানাবে। ঐ মহা বিচারের দিন খ্রীষ্ট “আপন দূতগণের সহিত নিজ পিতার গৌরবে” আসবেন । তার সামনে সকল জাতি উপস্থিত হবে। PPBeng 239.2

যখন খ্রীষ্ট তার পবিত্র দূতগণসহ আসবেন তখন তাঁর মহা-গৌরবে সমস্ত পৃথিবী আলোকিত হয়ে উঠবে। “আমাদের ঈশ্বর আসিবেন, নীরব থাকিবেন না; তাঁহার অগ্রে অগ্নি গ্রাস করিবে, তাঁহার চারিদিকে অত্যন্ত ঝড় বহিবে । তিনি ঊর্ধ্বস্থিত স্বর্গকে ডাকিবেন, পৃথিবীকেও ডাকিবেন, স্বীয় প্রজাদের বিচারের জন্য।” গীতসংহিতা ৫০:৩, ৪। “প্রভু যীশু স্বর্গ হইতে আপনার পরাক্রমের দূতগণের সহিত জ্বলন্ত অগ্নিবেষ্টনে প্রকাশিত হইবেন, এবং যাহারা ঈশ্বরকে জানে না ও যাহারা আমাদের প্রভু যীশুর সুসমাচারের আজ্ঞাবহ হয় না, তাহাদিগকে সমুচিত দন্ড দিবেন।” থিষলনীকীয় ১৪২, ৮। PPBeng 239.3

যখন মোশি পর্বতে ঈশ্বরের সম্মুখ হতে পাপকারী ইস্রায়েলদের নিকট উপস্থিত হয়েছিলেন, ইস্রায়েলরা তার গৌরবময় চেহারার আলোকে সহ্য করতে পারে নি। তাই যারা তার ব্যবস্থা অবমাননা করেছে ও তার বলি অস্বীকার করেছে তাদের বিচার করার জন্য যখন ঈশ্বরের পুত্র নিজ পিতার গৌরবময় কিংবা স্ত্রীলোক পবিত্র জায়গার জন্য আর উপহার প্রস্তুত না করুক। তাহাতে লোকেরা আনিতে নিবৃত্ত হইল।” ইস্রায়েলদের একাত্মতা, উসাহ ও উদারতার দৃষ্টান্ত একটি অনুকরণীয় বিষয়। যারা ঈশ্বরের আরাধনা করতে ভালবাসেন তারা সকলে যেখানে ঈশ্বর তাদের সহিত সাক্ষা করবেন, এমন একটি ঘর তৈরীর জন্য একই ধরণের ত্যাগের আত্মা প্রকাশ করবেন। কাজ সম্পূর্ণ করার জন্য প্রয়োজনীয় অর্থ স্বেচ্ছায় এমন ভাবে দিতে হবে যে, যে ভাবে সমাগম- তাঁবু তৈরীকারকরা বলেছিল সে ভাবেই কর্মীরা বলতে সক্ষম হয়, “আর কোন দান আনবেন না ।” PPBeng 239.4

সমাগম-তাঁবু ছোট ছিল, লম্বায় ৫০ ফিটের বেশী নয়, এবং দৈর্ঘ্য ও উচ্চাতয় ১৮ ফিটের বেশী নয়। তথাপি এটি অত্যন্ত মোহনীয়। কাঠ ছিল শিটীম, সীনয়ের অন্যান্য কাঠের চেয়ে কম ক্ষয় প্রাপ্ত হত। এর দেয়াল ছিল রূপার কোটরে (সকেট) দন্ডায়মান একদম সোজা সোজা তক্তা যা স্তম্ভ ও সংযোগকারী লম্বা কাঠ দ্বারা দাঁড় করানো হত, যার সব কিছুই সোনা দ্বারা এমন ভাবে মোড়ানো ছিল যে সব কিছুই মনে হত খাঁটি সোনা । PPBeng 242.1