Go to full page →

মোশি ও হারোণের পাপের শাস্তির প্রয়োজন কেন? PPBeng 293

মোশি বলেছিলেন “তোমাদের কারণে সদাপ্রভু আমার প্রতি ক্রোধান্বিত হইলেন।” তাদের পাপ মন্ডলীর সকলেরই জানা ছিল। যদি এটাকে গুরুত্বহীন মনে করে ছেড়ে দেয়া হত তা হলে এই মনোভাবের সৃষ্টি করা হত যে যারা দায়িত্বপূর্ণ কাজে নিয়োজিত গভীর চাপের মধ্যে তারা যদি অধৈর্য্যশীল হয়ে পড়েন তবে তাদের ক্ষমা করা উচিত। কিন্তু যখন এই একটি পাপের জন্য মোশি ও হারোণকে কনানে প্রবেশ করতে দেয়া হল না, তখন লোকেরা জানতে পারল যে ঈশ্বরের নিকট সকলেই সমান । PPBeng 293.3

ভবিষ্যতের লোকদের দেখা উচিত যে স্বর্গীয় ঈশ্বর সম্পূর্ণ নিরপেক্ষ, আর তিনি কোন ক্ষেত্রেই পাপকে ন্যায্য বলে মানেন না। ঈশ্বরের উত্তমতা ও প্রেম তাকে সেই মারাত্মক পাপের পরিসমাপ্তির জন্য কাজে লিপ্ত করে যে পাপ সমগ্র পৃথিবীতে শান্তি ও আনন্দ ধ্বংস করে । PPBeng 293.4

ঈশ্বর লোকদের অধিকতর পাপ ক্ষমা করেছেন। কিন্তু যাদের পরিচালিত করা হয় তাদের পাপ ও নেতাদের পাপকে একই ভাবে ক্ষমা করা ঈশ্বরের জন্য সম্ভব নয়। তিনি মোশিকে পৃথিবীর সমস্ত লোকের চেয়ে অধিক আলো ও এত অধিক জ্ঞানের অধিকারী ছিলেন, সেই জন্য তার পাপ অধিকতর গুরুতর বিবেচিত হল। অতীতের বিশ্বস্ততা একটি মাত্র পাপের প্রায়শ্চিত্তও আদায় করতে অক্ষম যত অধিক আলো ও সুযোগ-সুবিধা একজন ব্যক্তিকে দেয়া হয়, তার অকৃতকাৰ্য্যতা তত বেশী গুরুতর বিবেচিত হয় এবং তার শাস্তি ও তদ্রূপ কঠিনতর হয়ে থাকে। PPBeng 294.1

মোশির পাপ একটি নিত্য নৈমিত্তিক ব্যাপার ছিল। গীতরচক লিখেছেন, “আর উনি আপন ওষ্ঠাধরে অবিবেচনার কথা কহিলেন।” গীতসংহিতা ১০৬:৩৩। মানুষের বিচারে এটি একটি সাধারণ পাপরূপে বিবেচিত হতে পারে, কিন্তু যদি ঈশ্বর তার অত্যন্ত বিশ্বস্ত ও সম্মানিত দাসদের সহিত এমন কঠিন ব্যবহার করে থাকেন, তাহলে তিনি অন্যের মধ্যের পাপও ক্ষমা করেন না। আত্ম-গরিমা প্রকাশ, আমাদের ভাইদের অভিযোগ ও তিরস্কার, ইত্যাদি, ঈশ্বরের অসন্তুষ্টির কারণ। একজনের পদ যতই গুরুত্বপূর্ণ হবে, তার জন্য তত বেশীই ধৈর্য্য ও নম্রতার চর্চা করা প্রয়োজন । PPBeng 294.2

যারা দায়িত্বশীল পদে অধিষ্ঠিত হন, যদি তারা যে গৌরব ঈশ্বরের প্রাপ্য তা নিজের কৃতিত্বরূপে প্রকাশ করেন তবে শয়তান জয়লাভ করে। আমাদের মধ্যে এমন কোন চারিত্রিক আবেগ বা হৃদয়ের আকাঙ্খা নেই যা প্রতি মুহূর্তে ঈশ্বরের আত্মার নিয়ন্ত্রণের অধীন না করলে চলে। সুতরাং কোন ব্যক্তি যত অধিক আলোর অধিকারীই হোক না কেন অথবা যত পৰ্যাপ্তই সে স্বর্গীয় অনুগ্রহ পেয়ে থাকুক না কেন, তথাপি তাকে বিনম্র ভাবে চলাফেরা করতে হবে এবং ঈশ্বরের কাছে অবিরত প্রার্থনা করতে হবে যেন ঈশ্বর তার সমস্ত আবেগ নিয়ন্ত্রণে রাখেন। PPBeng 294.3

মোশির উপর যে বোঝা চাপানো হয়েছিল, তা ছিল অত্যন্ত ভারী। যে পরীক্ষায় মোশিকে ফেলা হয়েছিল কোন মানুষকেই আর এত কঠিন পরীক্ষায় ফেলা হবে না। PPBeng 295.1

তথাপি এতেও তার পাপ ক্ষমা করার মত কারণ ছিল না। আমাদের আত্মার বোঝা যতই ভারী হউক না কেন, পাপ করা আমাদের নিজেদের কাজ। পৃথিবী ও নরকে এমন কোন ক্ষমতা নাই যা কাউকে পাপ করতে বাধ্য করতে পারে । আক্রমণ যত কঠিন ও যত অপ্রত্যাশিত হোক না কেন, ঈশ্বর আমাদের জন্য সহায়ক রেখেছেন, এবং তার শক্তিতে আমরা বিজয় লাভ করতে পারি । PPBeng 295.2