মোশি মনোনীত জাতিকে কনানে দেখতে পেলেন, দেখতে পেলেন যে প্রত্যেক বংশ নিজ নিজ অধিকার ভোগ করছে। তিনি তাদের ইতিহাস দেখতে পেলেন। তাদের ভ্রষ্টতার জন্য শাস্তি ভোগের দীর্ঘ ও দুঃখজনক কাহিনী । তিনি তাদের পৌত্তলিকদের মধ্যে দেখতে পেলেন, ইস্রায়েল হতে তার গৌরব তখন চলে গেছে, তার মনোরম নগরসমূহ বন্দীত্বে রয়েছে। তিনি দেখতে পেলেন তারা আবার তাদের পূর্ব-পুরুষদের দেশে পুনর্বাসিত হয়েছে, এবং সবশেষে রোমীয়দের অধীনস্থ হয়ে পড়েছে। PPBeng 336.2
আমাদের মুক্তিদাতার প্রথম আগমন তাকে দেখতে দেয়া হল । তিনি শিশুরূপে যীশুকে বৈথলেহমে দেখতে পেলেন। তিনি দূতগণের বাহিনীকে ঈশ্বরের প্রসংশা ও মনুষ্যের উপর আনন্দের গীত গেতে শুনলেন । তিনি দেখতে পেলেন যে পূর্বদেশ হতে পন্ডিতেরা একটি উজ্জ্বল স্বর্গীয় তারা দ্বারা পরিচালিত হয়ে যীশুর কাছে পৌছলেন, আর তার মন একটি মহা উজ্জ্বল আলোয় আলোকিত হয়ে উঠল এবং তিনি যখন এই ভাববাণীর বাক্য স্মরণ করলেন, “যাকোব হইতে এক তারা উদিত হইবে, ইস্রায়েল হইতে এক রাজদন্ড উঠিবে।” গণনা ২৪:১৭। তিনি দেখতে পেলেন নাসরতে খ্রীষ্টের অত্যন্ত সাদাসিদা জীবন, তার প্রেম, ও সহানুভূতি এবং আরোগ্যকারী সেবা কাজসমূহ তিনি দেখতে পেলেন, আর তিনি দেখতে পেলেন যে গর্বিত, অবিশ্বাসী জাতি তাকে অস্বীকার করেছে। বিস্ময়ে হতবাক্ হয়ে তিনি ঈশ্বরের ব্যবস্থাকে মহানত্ব দান ও যিনি ব্যবস্থাদানকারী তাকে অপমান ও অস্বীকার করতে শুনতে পেলেন। যখন ক্রন্দনরত যীশু জৈতুন পর্বতে দাঁড়িয়ে তার অত্যন্ত প্রিয় শহরকে বিদায় জানালেন তখন তিনি তা দেখতে পেলেন । PPBeng 336.3
যে সকল লোকদের জন্য তিনি কঠোর পরিশ্রম করেছিলেন, প্রার্থনা করেছিলেন, আত্ম-ত্যাগ করেছিলেন, এমন কি যাদের জন্য তিনি তার নাম জীবন পুস্তক হতে মুছে ফেলতেও রাজী ছিলেন, যখন মোশি দেখতে পেলেন যে ঐ লোকদের পরিশেষে বাতিল করা হল, ও তিনি এই ভয়ঙ্কর বাণী শুনতে পেলেন, “দেখ, তোমাদের গৃহ তোমাদের নিমিত্তে উৎসন্ন পড়িয়া রহিল,” তখন তার হৃদয় প্রচন্ড বিমোহিত হল। ঈশ্বরের পুত্রের দুঃখের সহানুভূতিতে তার চক্ষুর তিক্ত জল বয়ে পড়ল । PPBeng 337.1