তিনি গেৎশিমানী পর্যন্ত মুক্তিদতার অনুগমন করলেন, এবং বাগানে তার নিদারুন যন্ত্রণা, তার প্রতি বিশ্বাস ঘাতকতা, তাকে বিদ্রূপ করা ও চাবুক মারা, তার ক্রুশে বিদ্ধ হয়ে মরে যাওয়া, এই সকলই তিনি দেখতে পেলেন। মোশি দেখতে পেলেন যে তিনি যেরূপ, মরুপ্রান্তরে পিত্তলের সর্প উচ্চে উত্তোলিত করেছিলেন, ঠিক সেই একইরূপে ঈশ্বরের পুত্রেরও উচ্চে উত্তোলিত হওয়া প্রয়োজন যেন যে কেউ তার উপর বিশ্বাস আনে “সে অনন্ত জীবন পায়। ” যোহন ৩:১৫। যিহূদী জাতি তাদের মুক্তিদাতার প্রতি যে ভন্ডামী ও তীব্র ঘৃণা প্রদর্শন করল তা দেখতে পেয়ে দুঃখ, ঘৃনায় ও ভয়ে মোশির মন পরিপূর্ণ হয়ে উঠল। PPBeng 337.2
তিনি খ্রীষ্টের যন্ত্রণা, কাতর চিৎকার শুনতে পেলেন, “ঈশ্বর আমার, ঈশ্বর আমার, তুমি কেন আমায় পরিত্যাগ করিয়াছ?” মার্ক ৫:৩৪। তিনি তাকে যোষেফের নতুন কবরে শুয়ে থাকতে দেখলেন। অন্ধকার ও হতাশা সমগ্র পৃথিবী ছেয়ে ফেলছে বলে মনে হল। কিন্তু তিনি তাকিয়ে তাকে বিজয়ীরূপে দেখতে পেলেন তিনি তাকে শ্রদ্ধাকারী দূত দ্বারা পরিবেষ্টিত হয়ে অনেক বন্দীকে সঙ্গে নিয়ে স্বর্গে উঠে গেলেন। PPBeng 337.3
মোশি যীশুর শিষ্যদের দেখতে পেলেন যারা সুখবর নিয়ে পৃথিবীময় ছড়িয়ে পড়ল। যদিও “দেহের দিক দিয়া” উস্রায়েল পৃথিবীর আলো হতে অক্ষম হয়েছে, যদিও তার মনোনীত লোকরূপে তার তাঁর আশীর্বাদ হতে বঞ্চিত হয়েছে, তথাপি ঈশ্বর অব্রাহামের বংশধরদের দূরে ফেলে দেন নাই। যারাই খ্রীষ্টের মাধ্যমে বিশ্বাসের সন্তানে পরিণত হবে, তাদেরই অব্রাহামের মতই তাদের পৃথিবীর নিকট ঈশ্বরের ব্যবস্তা ও তার পুত্রের সুখবর প্রকার করতে আদেশ দেয়া হয়েছে। মোশি দেখতে পেলেন যে যীশুর শিষ্যদের মাধ্যমে সুখবর আলো উজ্জ্বলভাবে জ্বলছে, এবং পৌত্তলিকদের দেশসমূহ হতে লাখো লাখো লোক এই উজ্জ্বল আলোতে ছুটে আসছে। তিনি ইস্রায়েলদের বৃদ্ধি ও উন্নতীতে আনন্দিত হলেন । PPBeng 337.4
আর এখন তার সম্মুখে আর একটি দৃশ্যের অবতারণা হল। তার পিতার ব্যবস্থার সম্মান করে খ্রীষ্টকে অস্বীকার করতে শয়তান ইস্রায়েলদের যে ভাবে পরিচালিত করেছিল, তিনি দেখতে পেলেন যে একই ধরণের প্রতারণার মধ্যে পৃথিবী খ্রীষ্টকে স্বীকার করছে কিন্তু তার পিতার ব্যবস্থাকে অস্বীকার করছে। তিনি যাজকদের ও প্রাচীনদের ভয়ানক চিৎকার শুনতে পেয়েছিলন, “দূর কর, দূর কর, উহাকে ক্রুশে দেও।” এবং এখন তিনি স্বীকৃত বিশ্বাসীদের গুরু হতে এই চিৎকার শুনতে পেলেন, “ব্যবস্থা দূর কর।” PPBeng 338.1
তিনি দেখতে পেলেন যে শাব্বাথকে পদতলে দলিত করা হচ্ছে এবং এর জায়গায় একটি কৃত্রিম প্রতিষ্ঠান স্তাপিত হয়েছে। মোশি বিস্ময়ে ও ভয়ে অভিভূত হয়ে পড়লেন। যারা খ্রীষ্টের উপর বিশ্বাস রাখে তারা কেমন করে ব্যবস্থাকে অমান্য করতে পারে, যে ব্যবস্থা হল স্বর্গে ও পৃথিবীতে তার শাসন ব্যবস্থার ভিত্তিমূল। আনন্দ সহকারে তিনি লক্ষ্য করলেন যে কয়েকজন বিশ্বস্ত বিশ্বাসী ঈশ্বরের ব্যবস্থার প্রতি তখনও সম্মান প্রদর্শন করে। তিনি দেখতে পেলেন যে যারা ঈশ্বরের ব্যবস্থা মেনে চলে তাদের ধ্বংস করার জন্য পৃথিবীতে শক্তিসমূহ শেষ যুদ্ধে লিপ্ত হয়েছে। যারা তার ব্যবস্থা রক্ষা করেছে তাদের সহিত ঈশ্বর যখন শান্তির চুক্তি উচ্চারণ করলেন তখন তিনি তা শুনতে পেলেন। তিনি খ্রীষ্টের গৌরবের দ্বিতীয় আগমন দেখতে পেলেন, আর তিনি দেখতে পেলেন যে ধার্মিক মৃতেরা অনন্ত জীবন যাবনের জন্য কবর হতে উঠে আসছেন ও জীবিতরা মৃত্যু বরণ না করেই পরিবর্তিত হয়ে যাচ্ছেন ও উভয় দল একত্রে আনন্দের গান করতে করতে ঈশ্বরের নগরীতে প্রবেশ করছেন। PPBeng 338.2
তার চক্ষের সম্মুখে আরো একটি দৃশ্য ভেসে উঠল- সুন্দরতম হতে সুন্দরতম যে প্রতিজ্ঞাত দেশ কিছুক্ষণ আগেই তার সামনে তুলে ধরা হয়েছিল, অভিশাপমুক্ত পৃথিবী তার চেয়েও অধিক মনোরম। ওখানে কোন পাপ নেই, এবং মৃত্যু ওখানে প্রবেশ করতে পারে না। তার উজ্জ্বলতম আকাঙ্খার মুহূর্তেও যে ছবি তিনি আঁকতে পারেন নি তার চেয়েও আরো গৌরবময় মুক্তির ছবি তিনি অব্যক্ত আনন্দে দেখতে লাগলেন। পৃথিবীতে তাদের ভ্রমণ চিরতরে শেষ করে, ঈশ্বরের ইস্রায়েল জাতি শেষবারের মত উত্তম দেশে প্রবেশ করল । PPBeng 338.3
আবারও তার দৃশ্য মলিন হয়ে উঠল আর তার দৃষ্টি দূরে কনানের উপর পড়ল। তারপর এক ক্লান্ত যোদ্ধার মত তিনি বিশ্রামের জন্য শুয়ে পড়লেন। “তখন সদাপ্রভুর দাস মোশি সদাপ্রভুর কথা অনুসারে সেই স্থানে মোয়াব দেশে মরিলেন। “আর তিনি মোয়াব দেশে বৈৎপিয়োরের সম্মুখস্থ উপত্যকাতে তাহাকে কবর দিলেন; কিন্তু তাহার কবরস্থান আজ পৰ্য্যন্ত কেহ জানে না।” যদি তারা তার কবরস্থান সম্বন্ধে জানতে পারতেন তবে অনেকেরই পৌত্তলিকতায় জড়িয়ে পড়ার ভয় ছিল। এই কারণে ইহা মনুষ্যদের নিকট হতে গোপন রাখা হয় । ঈশ্বরের দূতগণ ঈশ্বরের বিশ্বস্ত দাসের কবর দিলেন এবং তার নির্জন কবরে পাহারায় নিযুক্ত হলেন। PPBeng 339.1
কিন্তু তিনি দীর্ঘকাল কবরে থাকতে যাচ্ছিলেন না। খ্রীষ্ট নিজে, যারা তাকে কবর দিয়েছিলেন সেই সকল দূতসহ, ঘুমন্ত সাধুকে আহ্বান জানানোর জন্য স্বর্গ হতে নেমে এলেন । মোশিকে পাপে প্রবৃত্ত করে এবং এই ভাবে মৃত্যুর অধীনে নিয়ে এসে শয়তান তার কৃতকার্য্যতায় অত্যন্ত আনন্দিত হয়েছিল । শত্রু ঘোষণা করেছিল যে স্বর্গীয় শাস্তি, “তুমি ধূলি, এবং ধূলিতে ফিরিয়া যাইবে” (আদিপুস্তক ৩:১৯), তাকে মৃতদের উপর অধিকার দিয়েছিল। মৃত্যুর ক্ষমতা কখনো ধ্বংস করা হয় নি, আর যারাই কবরে ছিলেন, সে তাদের তার বন্দীরূপে দাবী করবে, যাদের কখনও মুক্তি দেয়া হবে না । PPBeng 339.2
যখন জীবনের রাজপুত্র তাঁর আলোর গৌরবে কবরের নিকটস্থ হলেন, শয়তান তার কর্তৃত্বের জন্য ভীত হল। যে দেশ সে তার অধিকারভুক্ত বলে দাবী করত, সেই দেশের উপর আক্রমণকে প্রতিহত করার জন্য সে রুখে দাঁড়াল। সে ঘোষণা করল যে মোশি পর্যন্ত ঈশ্বরের ব্যবস্থা রক্ষা করতে অক্ষম হয়েছেন। তিনি ত যীহোবার গৌরব হরণ করেছিলেন, ঐ পাপের কারণে শয়তানকে স্বর্গ হতে নির্বাসিত করা হয়েছিল, আর এই পাপের কারণেই তিনিও শয়তানের অধীনস্থ হয়ে পড়েছিলেন। প্রধান বিশ্বাসঘাতক আবারও তার প্রতি ঈশ্বরের অবিচারের অভিযোগ উঠালো । PPBeng 339.3
প্রতারণার ফলে স্বর্গে যে নিষ্ঠুর কাজ সংঘটিত হয়েছে, খ্রীষ্ট শয়তানের বিরুদ্ধে সেই নিষ্ঠুরতার অভিযোগ উঠাতে পারতেন। যে মিথ্যা, এদনে বাগানে বলা হয়েছিল যার ফলে আদমের পতন ঘটেছিল আর মনুষ্য পুত্রের উপর মৃত্যু নেমে এসেছিল, সেই দিকে খ্রীষ্ট ইঙ্গিত করতে পারতেন। তিনি শয়তানকে স্মরণ করাতে পারতেন যে, অভিযোগ ও বিদ্রোহ করার জন্য সেই ত ইস্রায়েলদের প্রলোভিত করেছিল যার ফলে এক অসতর্ক মুহূর্তে ক্লান্ত নেতার ধৈর্য্যচ্যুতি ঘটেছিল এবং তিনি অকস্মাৎই পাপ করে মৃত্যুর অধীনস্থ হয়েছিলেন। কিন্তু খ্রীষ্ট সমস্ত কিছুই তার পিতার উপর ছেড়ে দিয়ে বলেছিলেন, “সদাপ্রভু তোমাকে ভর্ৎসনা করুন।” যিহূদা ৯ পদ। মুক্তিদাতা তার শত্রুদের সহিত কি দ্বন্দ্বে লিপ্ত হলেন না, কিন্তু তাৎক্ষণিক ভাবে মৃতকে জীবন দানের মাধ্যমে পরাভূত শত্রুর ক্ষমতা ধ্বংস করার কাজে ব্যাপৃত হলেন। এইখানে ঈশ্বরের পুত্রের প্রাধান্য দেখা যায়। শয়তানের নিকট হতে তার শিকার ছিনিয়ে নেয়া হল; ধার্মিক মৃতেরা আবার জীবন লাভ করবে। মোশি কবর হতে গৌরবান্বিত হয়ে উঠে এলেন এবং তার মুক্তিদাতার সাথে ঈশ্বরের নগরে প্রবেশ করলেন । PPBeng 339.4
ঈশ্বর একটি বিশেষ শিক্ষা প্রদানের উদ্দেশে মোশিকে কনান হতে দূরে রেখেছিলেন- যা হল তিনি পূর্ণ বাধ্যতা ও আত্ম-সমর্পণের আশা করেন এবং তাদের স্রষ্টার প্রতি আরোপিত গৌরব যেন মানুষ হরণ না করে। ইস্রায়েলদের উত্তরাধীকারে অংশী হবার জন্য মোশির প্রার্থনা তিনি অনুমোদন করেন নি সত্য, তবে তিনি তার দাসকে ভুলে যান নি বা পরিত্যাগ করেন নি। তিনি পিগার চুড়া হতে মোশিকে আহবান করে তাকে এমন এক উত্তরাধীকার দিলেন যা পৃথিবীর কনান হতে সহস্র গুণ অধিক গৌরবের ছিল। PPBeng 340.1
দুরত-বদলির পাহাড়ের উপর মোশি ও এলিয়ের উপস্থিত ছিলেন, এলিয়ও সশরীরে স্বর্গে গমন করেন । আর এই ভাবেই মোশির প্রার্থনা পরিশেষে পূর্ণ করা হয়েছিল। এই ভবেই তিনি তার লোকদের উত্তরাধীকারের “রমণীয় গিরিপ্রদেশে” প্রবেশ করেছিলেন, আর তার বিষয়ে সাক্ষী প্রদান করলেন যার উপর ইস্রায়েলদেব সমস্ত আশা-আকাঙ্খা কেন্দ্রীভূত। এই ভাবেই স্বর্গে গৌরবান্বিত ব্যক্তির ইতিহাসের শেষ দৃশ্য মানব দৃষ্টিতে প্রকাশিত হয়েছিল । PPBeng 340.2