ঈশ্বরের দ্বারা স্থাপিত হইয়াছে বলিয়া বিবাহ একটী পবিত্র বিধি, সুতরাং স্বার্থপর হইয়া ইহাতে পদার্পণ করা কখনই কর্ত্তব্য নহে । যাহারা বিবাহের পরিকল্পনা করে, বিবাহের গুরুত্ব সম্বন্ধে তাহাদের গভীর ভাবে ও প্রার্থনা সহকারে চিন্তা করিয়া দেখা এবং ঈশ্বরের পরামর্শ গ্রহণ করা উচিত, যেন তাহারা জানিতে পারে যে, তাহারা ঈশ্বরের ইচ্ছানুযায়ী চলিতেছে কিনা । এই বিষয়ে ঈশ্বরের বাক্যে যে উপদেশ রহিয়াছে, তাহা যত্ন সহকারে চিন্তা করিয়া দেখা কর্ত্তব্য । বাইবেলের উপদেশানুযায়ী বিবাহ সম্বন্ধ স্থাপনের প্রবল আকাঙ্ক্ষা লইয়া যে বিবাহ স্থিরীকৃত হয়, ঈশ্বর তাহা আনন্দের সহিত দেখিয়া থাকেন । CCh 334.2
শান্ত বিবেকে ও ধীর বুদ্ধিতে যদি কোন বিষয় বিবেচনা করিয়া দেখিবার থাকে, তবে তাহা হইতেছে বিবাহ । বাইবেলকে যদি কখনও পরামর্শ দাতা হিসাবে গ্রহণ করা আবশ্যক হয়, তবে সারা জীবনের জন্য বিবাহবন্ধনে আবদ্ধ হইবার পূর্ব্বে বর ও কন্যার বাইবেলের পরামর্শ গ্রহণ করা কর্ত্তব্য । কিন্তু অনেকেই মনে করে যে, এই বিষয়ে মনোবৃত্তির চালনা অনুযায়ী চলিতে হইবে, তাই বহু ক্ষেত্রে প্রণয়-পীড়ার চিন্তা কর্ণধার ও চালক হইয়া লোকদিগকে সংহারে মগ্ন করে ।অন্য যে কোন বিষয় অপেক্ষা এই বিষয়ে, যুবক-যুবতীরা অল্পই বুদ্ধি খাটাইয়া থাকে ; এই বিষয়েই তাহারা অন্যের বিচার-বুদ্ধি গ্রহণ করিতে অসম্মত হয় । বিবাহ ব্যাপারটী যেন তাহাদের পক্ষে একটী কুহকিনী শক্তি বলিয়া মনে হয় । তাহারা নিজেদিগকে ঈশ্বরের হস্তে সমর্পণ করে না । তাহাদের জ্ঞানেন্দ্রিয় শৃঙ্খলাবদ্ধ ; তাহারা অতি গোপনে বিবাহ কার্য্যে অগ্রসর হয় , কারণ তাহারা সশঙ্কিত থাকে যে, পাছে কেহ তাহাদের পরিকল্পনায় হস্তক্ষেপ করে । CCh 334.3
অনেকেই এক বিপদসঙ্কুল বন্দরের দিকে ধাবিত হইতেছে । তাহাদের কর্ণধারের প্রয়োজন ; কিন্তু নিজেদিগকে নিজেদের জাহাজ পরিচালনায় যোগ্য মনে করিয়া এবং গুপ্ত পাহাড়ে ঘা খাইয়া তাহাদের বিশ্বাস ও সুখরূপজাহাজ ভগ্ন হইতে যাইতেছে, ইহা অনুভব করিতে না পারিয়া, তাহারা অত্যাবশ্যক সাহায্য গ্রহণে অবজ্ঞা প্রদর্শন করিতেছে । তাহারা ঈশ্বরের বাক্যের (বাইবেলের) অধ্যবসায়ী ছাত্র না হইলে, এমন ভুল করিবে, যাহা তাহাদের নিজেদের ও অন্যের বর্ত্তমান ও ভবিষ্যৎ জীবনের সুখ নষ্ট করিবে । CCh 335.1
নর-নারীগণের দুইবার প্রার্থনা করার অভ্যাস থাকিলে বিবাহ পরিকল্পনার পরে চারি বার প্রার্থনা করা উচিত । বিবাহ এমন একটী জিনিষ যদ্দ্বারা বর্ত্তমান জীবন ও ভবিষ্যৎ জীবন প্রভাবান্বিত হয় ।……… CCh 335.2
বর্ত্তমান কালে যে সকল বিবাহ কার্য্য অনুষ্ঠিত হইতেছে এবং যে ভাবে অনুষ্ঠিত হইতেছে, তাহাদের অধিকাংশই শেষকালের লক্ষণাদি পূর্ণ করিতেছে । নরনারিগণ এত দৃঢ়-সঙ্কল্প ও এত উদ্ধত হইয়া পড়িয়াছে যে, তাহারা ঈশ্বরের সহিত আদৌ পরামর্শ করে না । ধর্ম্মকে এক পার্শ্বে ফেলিয়া রাখা হয় ; মনে হয়, যেন এই পবিত্র ও প্রয়োজনীয় ব্যাপারে ধর্ম্মের কোন অংশই নাই । CCh 335.3