যাহারা বিবাহ-বন্ধনে আবদ্ধ হয়, শয়তান তাহাদের পবিত্রতার মান হ্রাস করিতে ও তাহাদের আত্ম-সংযম দুর্ব্বল করিতে চেষ্টা করে ; কারন সে জানে যে, জঘন্য কামরিপুগুলি যখন প্রবল হইয়া উঠে তখন নৈতিক শক্তি সমূহ ক্রমান্বয়ে দুর্ব্বল হইয়া পড়ে, তাহাতে সেগুলির আধ্যাত্মিক শ্রীবৃদ্ধির বিষয়ে উদ্বিগ্ন হইবার তাহার কোনই আবশ্যকতা থাকে না । সে ইহাও জানে যে, তাহাদের সন্তানাদির অন্য কোন প্রকৃষ্ট উপায়ে সে তাহার নিজ ঘৃণ্য মুর্ত্তি অঙ্কিত করিতে পারে না, আর এইরূপ সে মাতাপিতার চরিত্র যত সহজে গঠন করিতে পারে, এমন কি তদপেক্ষা অধিকতর সহজে সন্তানাদির চরিত্র গঠন করিতে পারে । CCh 368.1
নরনারিগন ! কামাভিলাষ কি এবং ঐ অভিলাষ কি এবং ঐ চরিতার্থ করার ফলই বা কী তাহা এক দিন তোমরা জানিতে পারিবে । গর্হিত কামাভিলাষ বিবাহ জীননের বাহিরে যেমন, বিবাহ জীবনের মধ্যেও তেমনি দৃষ্ট হইতে পারে । CCh 368.2
নীচ প্রবৃত্তিগুলীকে বা কামাদি রিপুগণকে প্রশ্রয় দিলে ইহার ফল কি হইতে পারে ? ঈশ্বরের দূতগণ যে শয়তানাগারে তত্ত্বাবধান করেন, অপবিত্র ব্যবহারের দ্বারা তাহা কুলষিত হয় । আর লজ্জা-জনক পাশবিক ব্যবহারে দেহাদি নষ্ট হয় ; ঘৃণ্য বদভ্যাস ঘৃণ্য ব্যাধি সমূহ দেখা দেয় । ইসসসর যাহা আশির্ব্বাদসরুপ দিয়াছেন, তাহা অভিশাপে পরিনত হয় । CCh 368.3
জননেদ্রিয়ের অত্যধিক ব্যবহারে আধ্যাত্মিক অনুরাগ নষ্ট হইয়া যায়, দেহ পরিপুষ্টির নিমিত্ত যে উপাদানের প্রয়োজন, মস্তিষ্ক হইতে তাহা হরন করিয়া লইয়া ইহা জীবনীশক্তিকে একেবারে শেষ করিয়া দেয় । আত্ম-ধ্বংস কার্য্যে স্বামীকে সাহায্য করা কোন স্ত্রীলোকেরই কর্ত্তব্য নহে । স্ত্রী জ্ঞানবতী হইলে এবং স্বামীর প্রতি তাহার প্রকৃত প্রেম থাকিলে, সে কখন-ই এইরূপ করিবে না । CCh 369.1
পাশবিক প্রবৃত্তিগুলীকে যত অধিক প্রশ্রয় দেওয়া যাইবে, তাহারা তত অধিকতর শক্তিশালী হইবে এবং ইন্দ্রিয় লালসা চরিতার্থের জন্য তাহাদের আকাঙ্ক্ষা তত অধিকতর প্রবল হইবে । ঈশ্বরভীত নরনারিগন তাহাদের কর্ত্তব্য পালনে উদ্ভুদ্ধ হউক । যেহেতু এই বিষয়ে অজিতেন্দ্রিয়তার নিমিত্ত খ্রীষ্টীয়ান নামে পরিচিত বহু লোকেই স্নায়ুর ও মস্তিষ্কের পাক্ষাঘাতে কস্ত পাইতেছে । CCh 369.2