স্বামীর সতর্ক, মনযোগী, দৃঢ় বা নিয়মিত, বিশ্বস্ত ও কৃপালু হওয়া আবশ্যক । তাহাদের প্রেম ও সহানুভূতি প্রদর্শন করা কর্ত্তব্য । তাহারা যদি খ্রীষ্টের বাক্যসমূহ পালন করে, তবে তাহাদের প্রেম এরূপ হীন, পার্থিব ও ইন্দ্রিয়াসক্ত হইবে না যে, ইহা তাহাদের নিজেদের দেহ নষ্ট করিবে ও তাহাদের স্ত্রীগণের উপরে দুর্ব্বলতা ও ব্যাধি আনয়ন করিবে । তাহারা জঘন্য কাম প্রবৃত্তি চরিতার্থে প্রশ্রয় দিবে না, কিন্তু তাহাদের স্ত্রীগনের কর্ণে সর্ব্বদা ইহা নিনাদিত করিবে যে, প্রত্যেক বিষয়ে স্বামীর বশীভূত হওয়া স্ত্রীগণের অবশ্য কর্ত্তব্য । প্রত্যেক প্রকৃত খ্রীষ্টীয়ানের যেরূপ হওয়া বিধেয়, স্বামী যদি সেইরূপ উন্নত চরিত্রের, বিশুদ্ধ হৃদয়ের ও উন্নত মনের হয়, তবে বৈবাহিক সম্বন্ধে তাহা প্রকাশ পাইবে । খ্রীষ্ট যিশুতে যে ভাব ছিল, সে যদি সে ভাব বিশিষ্ট হয়, তবে সে দেহ নষ্ট করিবে না, কিনতি খ্রীষ্ট যিশুতে সর্ব্বোচ্চ আদর্শে পহুছিবার নিমিত্ত কোমল প্রেমে ভরপুর হইবে । CCh 369.3
স্ত্রী যখন ক্রীতদাসী হইবার জন্য ধৈর্য-পূর্বক ও বিনা আপত্তিতে বশীভূতা হয় এবং তাহার পাপ কলুষিত ইন্দ্রিয়লালসা চরিতার্থে ইন্ধন যোগায়, তখন কোন স্বামী তাহার স্ত্রীকে প্রকৃত প্রেমে প্রেম করিতে পারে না । তাহার স্বামীরে দৃষ্টিতে একবার তাহার যে কদর ছিল, অপ্রতিরোধী সম্মতিতে সে তাহা হারায় । তাহার স্বামী তাহাকে প্রত্যেক উন্নত অবস্থা হইতে হীনতর অবস্থায় আবনমিত হইতে দেখে, আর সে শীঘ্রই এই সন্দেহে উপনীত হয় যে, তাহার নিজের দ্বারা তাহার স্ত্রী যেমন শান্ত ভাবে তাহার কামাভিলাষের বশীভূতা হয়, অন্যের দ্বারাও সে তেমনই বিনা আপত্তিতে তাহার কুঅভিলাষের বশীভূতা হইবে । সে তাহার স্ত্রীর একানুরক্তিতে ও সতীত্বে সন্দিহান হয় এবং তাহার উপরে বীতরাগ হইয়া তাহার নারকীয় কামাদিরিপু উত্তেজিত ও অধিকতর প্রবল করিবার নিমিত্ত নূতন নূতন শিকার অনুসন্ধান করে । ঈশ্বরের ব্যবস্থা মান্য করা হয় না । এই সকল মানব, পশু হইতেও অধম ; মানব আকারে তাহারা দানব । প্রকৃত ও পবিত্র প্রেমের উন্নত ও মহৎ মুলনীতিগুলি সম্বন্ধে অপরিজ্ঞতা । CCh 370.1
স্ত্রীও তাহার স্বামী সম্বন্ধে ঈর্ষ্যান্বিত হইয়া উঠে ; এবং এই সন্দেহে উপনীতা হয় না, তাহার স্বামী যেমন তাহার কাছে কুপ্রস্তাব করে, সুযোগ পাইলেই সে অন্যের কাছেও তদ্রূপ কুপ্রস্তাব করে । স্ত্রী লক্ষ্য করে যে, স্বামী বিনেকের দ্বারা কিংবা ঈশ্বর ভয়ে পরিচালিত নহে ; কুঅভিলাষ মূলক কামরিপুগনের দ্বারা এই সকল পবিত্র বন্ধনী ছিন্ন হওয়া যায় ; স্বামীর মধ্যে যাহা কিছু স্বর্গীয় ভাবাপন্ন, তাহা হীন ও পশুবৎ কামাভিলাষের দাস করা হয় । CCh 370.2