আমাদের যুবকযুবতী ও বালকবালিকাগণের সম্মুখে শয়তানের কুতর্ক, মিথ্যা মতবাদ ও মিথ্যা সমালোচনা রাখা হইবে, ইহা কি সদাপ্রভুর উদ্দেশ্য ? পৌত্তলিক ও নাস্তিক মতবাদগুলি কি বহুমুল্য ধনরাশির ন্যায় আমাদের ছাত্রছাত্রিগণের জ্ঞানভাণ্ডারে সঞ্চিত হইতে দেওয়া হইবে ? সর্ব্বাপেক্ষা মেধাবী অবিশ্বাসীর গ্রন্থ এমন একটী মনের লেখনী, যাহা শত্রুর সেবাকার্য্যে বিকৃত বা ভ্রষ্ট হইয়া পড়িয়াছে। আর যাঁহারা সংস্কারক বলিয়া দাবী করেন এবং যাঁহারা বালকবালিকা ও যুবকযুবতীদিগকে ঠিক্ পথে, - প্রভুর মুক্তিপ্রাপ্তগণের জন্য স্থাপিত পথে পরিচালিত করিবার চেষ্টা করেন, তাঁহারা কি মনে করিবেন যে, ঈশ্বর তাঁহাদের নিকট চাহেন, যেন তাঁহারা যুবকযুবতিগণের অধ্যয়নের নিমিত্ত এমন গ্রন্থ তাহাদের হস্তে দিবেন, যাহা ঈশ্বরের স্বভাব সম্বন্ধে ভুল ধারণা জন্মাইয়া দিবে ও তাঁহাকে এক মিথ্যা দীপ্তিতে ফেলিবে ? ঈশ্বর ইহা না করুন। 40CT 25, 26; CCh 516.2