Go to full page →

শয়তানের সর্ব্বাপেক্ষা ধবংসকারী অভিসন্ধি CCh 569

মানব পরিবারের যতদূর সম্ভব সর্বাপেক্ষা অমঙ্গল সাধনার্থে কৌশল উদ্ভাবন করিবার জন্য শয়তান পতিত দূতগণকে একত্রিত করিয়াছিল। একটী প্রস্তাবের পর আর একটী মতলব আঁটিল। তাহা এই—সে দ্রাক্ষালতার ফল, গম ও অন্যান্য ঈশ্বর-দত্ত-খাদ্য লইয়া বিষে পরিণত করিবে, আর ইহা মানুষের শারীরিক, মানসিক ও নৈতিক বল ধবংস করিবে, এবং এইরূপে সংজ্ঞা লোপ করিয়া শয়তান পূর্ণ অধিপত্য স্থাপন করিবে। মদ্যের প্রভাবে লোকেরা সর্ব্বপ্রকার অধর্ন্মে লিপ্ত হইবে। কুকর্ন্মে প্রবৃত্তকারী লালসা ক্ষুত-পিপাসার বশবর্ত্তী হইয়া জগৎকে ভ্রষ্ট করিয়া ফেলিবে। সুরাপানে পরিচালিত করিয়া শয়তান মানুষকে নীচ হইতে নীচতর স্তরে নামাইয়া দিবে। 412; CCh 569.2

মদ, তামাক, চা ও কাফি ব্যবহার করাইয়া শয়তান জগৎকে বন্দি করিয়া লইয়া যাইতেছে। ঈশ্বর-দত্ত মন বিশুদ্ধ রাখা উচিত, কিন্তু তাহা না করিয়া সংজ্ঞানাশক দ্রব্যাদি ব্যবহার করিয়া ইহাকে কলুষিত করা হইতেছে। মস্তিষ্ক ঠিক্ ভাবে বিচার করিতে পারিতেছে না। শয়তানশত্রু মনকে অধিকার করিয়া লইয়াছে। যাহা মানবকে পাগল করে, তাহার জন্য মানব তাহার বিবেককে বিক্রয় করিয়া দিয়াছে। ন্যায্য কী তৎসম্পর্কে তাহার কোনই জ্ঞান নাই। 5Ev 529; CCh 569.3

আমাদের সৃষ্টির্কত্তা মানবের উপরে তাঁহার দয়া অপর্য্যাপ্তরূপে ঢালিয়া দিয়াছেন। বিধাতার এই সকল দান যদি জ্ঞানপূর্ব্বক ও পরিমিতরূপে ব্যবহৃত হইত, তাহা হইলে জগৎ হইতে দরিদ্রতা, ব্যাধি-পীড়া ও দুঃখদুর্দ্দশা প্রায় লুপ্ত হইয়া যাইত। কিন্তু হায় ! মানবজাতির দুষ্টতার জন্য আমরা এক্ষণে ইসশর-দত্ত আশীর্ব্বাদের পরিবর্ত্তে সর্ব্বত্র অভিশাপ দেখিতে পাইতেছি। CCh 570.1

যাহারা ভূমিজাত দ্রব্য লইয়া উত্তেজক সুরা প্রস্তুত করে, তাহারা ঈশ্বরের বহুমূল্য দানের অপ্রয়োগ ও অপব্যবহারের জন্য যত বেশী দোষী, এত আর কেহ নহে। পুষ্টিকর শস্যাদি, স্বাস্থ্যপ্রদ ও সুস্বাদু ফলাদি লইয়া মস্তিষ্ক বিকৃতিকর সংজ্ঞাপহারক মদ্য প্রস্তুত করিয়া পানীয়ে পরিবর্ত্তিত করা হইতেছে। এই সকল মারাত্মক বিষ ব্যবহারের ফলে সহস্র সহস্র পরিবার সুখস্বাচ্ছন্দ্য এবং এমন কি জীবনের প্রয়োজনীয় দ্রব্যাদি হইতে বঞ্চিত হইতেছে, অত্যাচার ও পাপ-কর্ন্ম দিন দিন বাড়িয়াই যাইতেছে ; এবং ব্যাধি ও মৃত্য দ্বারা আক্রান্ত অগণিত লোক দ্রুত মাতালের কবরে প্রবেশ করিতেছে। 6GW 385, 385; CCh 570.2