অনেকে যাহারা আমাদের ন্যায় সুযোগ পায় নাই তাহারা, যাহারা মহালোক পাইয়া তাহাতে চলে নাই, তাহাদের অগ্রে স্বর্গে যাইবে। অনেকে তাহাদের প্রাপ্ত সর্বোত্তম আলোকে জীবন যাপন করিয়াছে এবং তাহারা সেই অনুযায়ী বিচারিত হইবে —Letter 36, 1895. LDEBeng 154.1
যতক্ষণ না পৃথিবীর সমুদয় অংশে সতর্ক বাণী না পৌঁছে; যতদিন পর্য্যন্ত প্রত্যেক আত্মার নিকট যথেষ্ট আলো পরিমাণ না পৌঁছে, ততক্ষণ সকলকে নির্দ্ধারিত সময়ের নিমিত্ত অপেক্ষা করিতে হইবে। কেহ কেহ অন্যদের অপেক্ষা কম আলো প্রাপ্ত হইবে, কিন্তু প্রত্যেকে তাহার প্রাপ্ত আলো অনুযায়ী বিচারিত হইবে। -MS 77, 1899. LDEBeng 154.2
ঈশ্বরের ব্যবস্থা সম্পর্কে আমাদিগকে মহা জ্যোতি প্রদান করা হইয়াছে। এই ব্যবস্থা চরিত্রের মানদন্ড । মানুষকে ইহা মানিয়া চলিতে বলা হইয়াছে এবং ইহা দ্বারা সে সেই শেষ মহাদিনে বিচারিত হইবে। সেই দিনে মনুষ্যদের প্রতি তাহাদের প্রাপ্ত আলো অনুযায়ী আচরণ করা হইবে। -- RH Jan, 1, 1901. LDEBeng 154.3
যাহাদিগকে মহাজ্যোতি প্রদান করা হইয়াছে কিন্তু তাহারা তাহা অগ্রাহ্য করিয়াছে; তাহারা, যাহাদিগকে এতগুলি সুযোগ দেওয়া হয় নাই, তাহাদের হইতে খারাপ অবস্থায় দাঁড়াইবে। তাহারা নিজেদের উচ্চ করে, সদাপ্রভূকে নহে প্রত্যেকটি মামলায় ঈশ্বরের প্রতি অসম্মানের পরিমাণ অনুযায়ী বা অনুপাতে দন্ড বিধান করা হইবে। -8Me 168 (1901). LDEBeng 154.4
বুদ্ধি পূর্বক সিদ্ধান্ত গ্রহণ করিবার নিমিত্ত প্রত্যেকের যথেষ্ট আলো থাকিতে হইবে । --GC605(1911) LDEBeng 154.5