মণ্ডলী ব্যর্থ হইয়াছে, দুঃখজনকভাবে মুক্তিদাতার ইচ্ছা পূরণ করিতে ব্যর্থ হইয়াছে; তথাপি প্রভু তাঁহার লোকদের নিকট হইতে নিজেকে সরাইয়া লন নাই। তিনি তাহাদের নিমিত্ত ধৈর্য্যধারণ করিয়া আছেন এই কারণে নহে যে তিনি তাহাদের মধ্যে কোন উত্তম খুঁজিয়া পাইয়াছেন, কিন্তু সত্য ও ধার্মিকতার শত্রুদের দ্বারা যেন তাঁহার নাম অপমানিত না হয় এবং শয়তানের মাধ্যমগুলি ঈশ্বরের লোকদের ধ্বংস করিয়া বিজয়ী না হয় । তাহাদের বিপথগামিতা, অবিশ্বাস এবং নির্বুদ্ধিতা সত্ত্বেও তিনি তাহাদিগকে ধারণ করিয়া রাখিয়াছেন। আশ্চর্য্য ধৈর্য্য এবং করুণা দ্বারা তিনি তাহাদিগকে শাসন করিয়াছেন। যদি তাহারা তাঁহার নির্দেশ পালন করে; তাহা হইলে তিনি তাহাদের বিকৃত প্রবণতা হইতে মুক্ত করিবেন, অনস্ত পরিত্রাণের নিমিত্ত উদ্ধার করিবেন এবং তাহার অনুগ্রহের শক্তির অনন্ত স্তম্ভ রূপে নির্মাণ করিবেন। -ST Nov 13,1901. LDEBeng 44.1
আমাদিগকে ইহা স্মরণ রখিতে হইবে যে, মন্ডলী, যতই দুর্বল ও ত্রুটিপূর্ণ হউক না কেন, ইহাই একমত্র বস্তু যেখানে খ্রীষ্ট তাহার সর্বোচ্চ সম্মান স্থাপন করেন। তিনি অবিরত ইহা ব্যকুলতার সহিত লক্ষ্য করিতেছেন, এবং তাঁহার পবিত্র আত্মা দ্বারা শক্তিমস্ত করিতেছেন। -2 SM 396 (1902) LDEBeng 44.2