কতগুলি অনুসর্গীকৃত কার্য্যকারীর কারণে কখনও কখনও সবকিছু বিগড়াইয়া যাইতে পারে। অন্যের মন্দ গতির নিমিত্ত আপনি সময়ে ক্রন্দন করিতে পারেন, কিন্তু দুশ্চিন্তা করিবেন না। কার্য্য ধন্য প্রভুর তত্ত্বাবধানে। তিনি চাহেন যেন কার্য্যকারীগণ তাঁহার নিকট তাহাদের নির্দেশের নিমিত্ত আইনে এবং তাহার নির্দেশ পালন করে। কার্যের সকল অংশ আমাদের মন্ডলী, কার্যক্ষেত্র সমূহ; শাবাথ স্কুল, প্রতিষ্ঠান, তাঁহার অন্তরের উপরে বাহিত হয়। দুশ্চিন্তা কেন? মন্ডলীকে জীবন দ্বারা পরিপুরিত দেখিবার আকুল আকাঙ্খা ঈশ্বরের উপরে সম্পূর্ণ আস্থা দ্বারা মিশ্রিত হইতে হইবে । LDEBeng 60.4
প্রভুর কার্য্য অতিদ্রুত সম্পাদন করিতে কেহ তাহার ঈশ্বর দত্ত শক্তির উপর অতিরিক্ত চাঁপ প্রয়োগ না করুক। মনুষ্যশক্তি কার্য্য ত্বরান্বিত করিতে পারে না ইহার সহিত স্বর্গীয় মেধা শক্তির ঐক্যের প্রয়োজন রহিয়াছে। যাহারা অতিরিক্ত কার্য্যভার বহন করিতেছে তাহারা তাহাদের বোঝা কমাইলে ও ঈশ্বরের কার্য্য অগ্রসর হইতে থাকিবে।-7T 298 (1902). LDEBeng 60.5